1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক হাসিনা-টিউলিপ ও আজমিনাসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি রাজধানীতে ৫ চীনা নাগরিকসহ ৮জন গ্রেফতার, ৫১ হাজার সিম উদ্ধার ৪ ব্রিটিশ এমপির বিবৃতি: ‘সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না’

র‌্যাংকিং-এ চোখ রেখে সিরিজ খেলতে নামছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৬ Time View

র‌্যাংকিং-এ চোখ রেখে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ৮১ রেটিং নিয়ে অষ্টমস্থানে রয়েছে শ্রীলংকা। আর ৮০ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যে দলই সিরিজ জিতবে তারাই অষ্টমস্থান দখল করবে। আর সিরিজ সমতায় শেষ হলে বর্তমান অবস্থাতেই থাকবে দু’দল। কলম্বোতে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
২-১ ব্যবধানে শ্রীলংকা সিরিজ জিতলে, তাদের রেটিং হবে ৮১। নিজের অবস্থানই ধরে রাখবে তারা। সেক্ষেত্রে ১ রেটিং কমবে ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলে ৮৩ রেটিং হবে শ্রীলংকার। ৭৮ হবে ওয়েস্ট ইন্ডিজের।
আর শ্রীলংকাকে যদি ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ করে, তবে ৮৩ রেটিং নিয়ে অষ্টমস্থানে উঠবে ক্যারিবীয়রা। ৭৮ রেটিং নিয়ে নবমস্থানে নেমে যাবে শ্রীলংকা। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও, অষ্টমস্থানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ। তখন তাদের রেটিং হবে ৮১, শ্রীলংকার হবে ৮০। তাই র‌্যাংকিং-এ সাফল্য পেতে সিরিজ জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।
শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারতেœ বলেন, ‘এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারন বিশ্বকাপের পর একটি ওয়ানডে সিরিজ খেলে হেরেছি আমরা। এছাড়া এই সিরিজটি র‌্যাংকিং-এর অবস্থান ঠিক করবে। সিরিজ হারলেই নবমস্থানে নেমে যেতে হবে আমাদের। তাই অষ্টমস্থান ধরে রাখতে হলে সিরিজ জয় ছাড়া কোন উপায় নেই আমাদের।’
র‌্যাংকিং নিয়ে ভাবনাড ওয়েস্ট ইন্ডিজেরও। অধিনায়ক কাইরন পোলার্ড বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে সিরিজটি অন্যরকম আবহ বহন করছে। এই সিরিজের সাথে র‌্যাংকিং জড়িত। সিরিজ জিতলেই র‌্যাংকিংএ উপড়ে ওঠার সুযোগ। তাই সিরিজ আমরা জিততে চাই। গেল তিনটি সিরিজেই আমরা ভালো খেলেছি। তাই ওয়ানডেতে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদি।’
ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে জায়গা হয়নি দুই সেরা খেলোয়াড় শিমরন হেটমায়ার ও এভিন লুইসের। টি-২০র মত ওয়ানডে দলেও ফিরেছেন অলরাউন্ডার ড্যারেন ব্রাভো। আরও ফিরেছেন অলরাউন্ডার রোভম্যান পাওয়েল ও স্পিন বোলিং অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন।
গত বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়েছিলো শ্রীলংকা। ২০১৫ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো লংকানরা। তবে মুখোমুখি লড়াই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ৫৭ ম্যাচ খেলে ২৮টিতে জিতেছে ক্যারিবীয়রা। ২৬টি জিতেছে শ্রীলংকা।
শ্রীলংকা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুসল পেরেরা, শাহিন জয়সুরিয়া, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষন সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।
ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কেমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ (জুনিয়র)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ