1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য সংঘাতে নিরপেক্ষ থাকার ঘোষণা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ২৫ Time View

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে নিরপেক্ষভাবে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সংঘাতে পাকিস্তান কোনো পক্ষ হয়ে জড়াতে চায় না বলেও মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। রবিবার পাকিস্তানের এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় আসিফ গফুর বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাতে, কোন পক্ষকেই আমাদের ভূমি ব্যবহার করতে দেব না। সেই সঙ্গে কোনো পক্ষের বিরুদ্ধে আমাদের ভূমি ব্যবহার করা হবে না। পাকিস্তান এ বিষয়ে কারও বা কোনো পক্ষের সঙ্গী নয়, একমাত্র শান্তির অংশীদার হবে।

তিনি আরও বলেন, ইরানি সেনা কমান্ডার হত্যায় আঞ্চলিক পরিস্থিতি বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে প্রতিনিয়ত ভূমিকা রাখছে পাকিস্তান। আমরা আরও একটি যুদ্ধ দেখতে চাই না।

টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ গফুর পাকিস্তানের জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তানি জনগণ ও গণমাধ্যমকে আমি সঠিক উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারের অনুরোধ করছি। রাষ্ট্রবিরোধী উপাদানগুলোর দ্বারা যে গুজব ছড়ানো হচ্ছে সেদিকে নজর দেবেন না।

এদিকে ইরানি সেনা নায়ক সোলাইমানি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আলাদাভাবে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ