1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

‘ভোট না হতেই বিএনপি ইভিএম নিয়ে অপপ্রচার চালাচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ২২ Time View

‘ভোট না হতেই বিএনপি ইভিএম নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তাঁরা আধুনিক বাংলাদেশ চান না। তাঁরা আধুনিক ভোট পদ্ধতিও চান না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ইভিএমের বিরুদ্ধে লেগেছে দলটি।’

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের আয়োজনে সাভারে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করছি, আসন্ন সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, সিটি নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে। আমাদের খারাপ উদ্দেশ্য থাকলে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি কেন? আমরা অবাধ ও সুষ্ঠু ভোট চাই। আমরা নির্বাচন কমিশনকে সবধরনের সুবিধা দিতে চাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সিটি নির্বাচন হওয়ার আগেই ভোট নিয়ে নানা অবান্তর মন্তব্য করছে। আমি ঢাকাবাসীকে বলবো, আপনারা যাকে খুশি ভোট দেবেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। হারি জিতি নাহি লাজ। জনগণ যেন ইচ্ছেমতো ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি।’

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের সবচেয়ে কাছের। আমি অনুরোধ করবো, আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবেন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সাহায্য করবেন। নৌকায় ভোট দিলে দুস্থ মানুষেরা কষ্ট পাবে না, উন্নয়ন হবে, সাধারণ মানুষের উন্নতি হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ থেকে এ বছর এটিই প্রথম আনুষ্ঠানিক শীতবস্ত্র বিতরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, সারা দেশে একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, শীতে প্রাণহানি না ঘটে। সেজন্য আমরা আজ দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সরকার ইতোমধ্যে উত্তর জনপদসহ সারাদেশে ৪০ লাখ কম্বল বিতরণ ও শিশুদের মধ্যে প্রায় দুই কোটি টাকার শীতবস্ত্র দিয়েছে। যতদিন শীত থাকবে, ততদিন আমাদের শীতবস্ত্র বিতরণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ