1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

অচিরেই আমরা মহাশূন্যে যাব : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ১৮ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, রাশিয়া,আমেরিকা মহাশূন্যে যাচ্ছে। ভারতও চেষ্টা করছে। আমরা কেন পিছিয়ে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আমরা মহাশূন্যে যাই। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তরুণদের কথা দিচ্ছি- অচিরেই আমরা মহাশূন্যে যাব। মহাশুন্যে বাংলাদেশের পতাকা ওড়াবে আমাদের তরুণরা। রবিবার বিকেলে সুনামগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন উপলক্ষে রবিবার বিকেলে জেলা স্টেডিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল নিয়ে সেখানে সমবেত হন। মন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে জেলার ৫ সংসদ সদস্য তাদের অনুসারী নিয়ে উপস্থিত হন সমাবেশে। ১১ উপজেলার অন্তত অর্ধ লক্ষ মানুষ স্টেডিয়ামে হাজির হয়ে তৈরী করেন উৎসবমূখর পরিবেশ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

সমাবেশে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, দেশের সর্বত্র নবজাগরণ, উদ্দীপনা ও সাহস লক্ষ্য করছি। উন্নয়ন হচ্ছে সর্বত্র। বাঙালির মুখ নিচু করে থাকার দিনও শেষ হয়ে গেছে। বাঙালি এখন নিজের পরিচয়ে দাড়াতে পারছে বিশ্বসভায়। সারাদেশে এখন উপরে ও মাটির নিচে উন্নয়নের কাজ চলছে। আমরা ভাঙ্গাগড়ার মাধ্যমে দেশকে বদলে দিচ্ছি। ভারতসহ বড় বড় রাষ্ট্র এখনো নদীর নিচে টানেল করার সাহস দেখাতে পারেনি। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে কর্ণফুলীতে ৬ কিলোমিটার টানেল নির্মাণ করছি। অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়ে গেছে। আমাদের মাথার উপরে বঙ্গবন্ধু উপগ্রহ রয়েছে। ভূমিতে থেকে আমাদের বিজ্ঞানীরা তা কন্ট্রোল করছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার ঈমান আছে,দূরদৃষ্টি আছে। দেশে ষাট বছর পর কি হবে তার পরিকল্পনা করছেন তিনি। আমরা এখন শুধু পদ্মাসেতু নয় এরকম ৭/৮টা সেতু করার সক্ষমতা রাখি। বাংলাদেশের কোন জায়গা আর অনুন্নত থাকবেনা। এখন আমাদের কাজের সময়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে রাজাকার, সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাদ দিয়ে আমরা এগিয়ে যাব।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের জন্য রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে যাচ্ছি। যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। সেই বাংলাদেশ নির্মাণে কাজ করছি আমরা। যারা বাংলাদেশে বিশ্বাস করেনা, বাঙালিত্ব স্বীকার করেনা তারা বাদে আমরা সবাই এক হয়ে দেশের উন্নয়নে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ