1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

সৈয়দ আশরাফের প্রথম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ১৮ Time View

জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিকেলে কিশোরগঞ্জে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া জেলার করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. এরশাদ উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে তাঁর প্রতিষ্ঠিত আলহাজ এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

১/১১-পরবর্তী রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তখন নিজ দলে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের বিষয়টিও সব মহলে প্রশংসিত হয়।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি কালের কণ্ঠকে বলেন, ‘সৈয়দ আশরাফ বাংলাদেশের একটি নক্ষত্র। সেই নক্ষত্র দেশকে আলো দিচ্ছে। আমি ভাইয়ের দৃষ্টিভঙ্গি ও চেতনা ধারণ করে রাজনীতিতে এসেছি।’ সৈয়দ আশরাফের জন্য দেশে বা কিশোরগঞ্জে বড় কিছু করা হচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তরে জাকিয়া নূর বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন প্রচারবিমুখ, অত্যন্ত নিভৃতচারী মানুষ। আমরা তাঁর সেই জিনিসটাকে সম্মান করি। বড় ভাই তাঁর ইচ্ছা, আদর্শ ও চেতনার প্রতি যেমন অনাড়ম্বরতা পছন্দ করতেন, আমরা তাঁর স্মৃতির সেভাবেই ধরে রাখার চেষ্টা করব। মানুষের ভালোবাসাই তাঁকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ