1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

‘ভালো দিক নিয়ে চিন্তা করলেই শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ১৮ Time View

ভালো দিক নিয়ে চিন্তা করলেই সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানের একটি রিসোর্টে ইউজিসি আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন এসব কথা বলেন।

এসময় অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন আরো বলেন, সমাজে ভালো-মন্দ বিরাজ করে। তবে মন্দের সংখ্যা খুবই নগণ্য। যা কিছু ভালো আমাদের তা নিয়েই আলোচনা করতে হবে। ভালো নিয়ে আলোচনা করলে সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা পাবে। তাতে আমাদের সমাজ আরো সুন্দরভাবে এগিয়ে যাবে।

দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকাণ্ড স্বচ্ছ ও গতিশীল করা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শুদ্ধ আচরণ সৃষ্টি এবং তা বাস্তবায়নের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আহ্বান জানিয়ে ইউজিসি সদস্য ড. সাজ্জাদ হোসেন বলেন, আমরা একটা কনক্লুসিভ গবেষণা পরিকল্পনা করছি। এতে আপনাদের (উপাচার্য) সহযোগিতা দরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গবেষণা, প্যাটেন্ট এবং ইনোভেশনকে একটা ফ্রেমওয়ার্কে আনা সম্ভব হবে। আর এটা করতে পারলে মানসম্পন্ন গবেষণা হবে। যার ফলশ্রুতিতে মানুষের নানা কল্যাণ সাধিত হবে। আমাদের তরুণদের উদ্ভাবন বিশ্ব দেখবে। উন্নত দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. দিল আফরোজ বেগম, ড. মুহম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ