1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

বিরলে দেশীয় পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০ Time View

দিনাজপুরের বিরলে দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আলমকে আটক করেছে বিরল থানা পুলিশ।
আজ শনিবার ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
সে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র আলম, অরফে সাদ আলম, অরফে বৈরাগী আলম।
তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসীসহ প্রায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায় জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ও সদর সার্কেল শুসান্ত সরকার এর নির্দেশনায় বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল এর নেতৃত্বে, এসআই খালিদ হাসান, এসআই মানিকুল, এএসআই আনোয়ার আলী, মামুন, মাদুদরানা, বজলুর রহমান, কনস্টেবল মশিউর রহমান ও নকুল চন্দ্রের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
রাত সাড়ে ১২ টার দিকে আলমকে তার নিজ এলাকা থেকে আটক করে এবং রাত সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আলমের বাড়ীর পার্শ্ববর্তী বাহারা দিঘীর পাড়ে টিনের ঘর হতে ২ রাউন্ড গুলিসহ এই দেশীয় পিস্তল উদ্ধার করে।
এ ব্যাপারে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ দিকে একই দিন দিবাগত রাত ২টায় বিরল পৌর শহর হতে কুক্ষাত মাদক ব্যবসায়ী পৌর শহরের শাখ ধোয়া এলাকার আবেদ আরী মুহুরীর ছেলে বেলাল হোসেনকে ৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করেন বিরল থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ