1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

ভালো চিকিৎসক হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে : ডা. লোটে শেরিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ১৮ Time View

নিজেকে একজন ভাল চিকিৎসক হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে ভাল মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন সফররত ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

তিনি গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ছাত্র সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি এই মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের একজন বিদেশী ছাত্র হিসাবে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

মেডিকেল শিক্ষার্থীদের প্রতি ডা. শেরিং বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে।

তিনি বলেন, আমরা চিকিৎসক, রোগী দেখেই আমাদেরকে সময় কাটাতে হয়। তবে আমাদের কাছে যারা আসেন, তারা হয়তো সারাজীবনে একবারই আসেন। ফলে প্রতিটি রোগী দেখার সময়ে আমাদেরকে অধিক মনোযোগী হতে হবে।

বক্তব্যে ভিন্ন মতের প্রতি সম্মান দেখাতে এবং সমাজে শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান ভূটানের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ডা. লোটে এই মেডিকেল কলেজে তার শিক্ষাজীবনের অনেক স্মৃতিচারণ করেন। তিনি তার কলেজ জীবনের দিনগুলো নিয়ে কথা বলেন। সে সময়ে তিনি এবং তার সহপাঠি ও তার রুমমেট ভূটান সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডা. টান্ডি দোর্জি ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মেডিকেল কলেজের বাঘমারা হোস্টেলের ২০ নং কক্ষে থাকতেন।

ডা. লোটে ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্র্তি হন এবং এই কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকায় এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ