1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

বাংলাদেশ কনসাল জেনারেলকে বিশেষ সম্মাননা জানালেন কুইন্স বোরো প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ২২ Time View

নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে বিশেষভাবে সম্মানিত করলেন কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্জ। কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্জ (Melinda Katz) বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রাক্কালে তাঁর বিশেষ প্রতিনিধির মাধ্যমে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ‘Declaration of Honor’ (তারিখ ২৬ মার্চ ২০১৯) প্রদান করেন। এবারই প্রথমবারের মত বাংলাদেশের কোনো কনসাল জেনারেল কুইন্স বোরোর প্রেসিডেন্টের এই সম্মাননা লাভ করেন।

কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্জ তাঁর স্বাক্ষরিত এই ‘Declaration of Honor’-এ বাংলাদেশ কনস্যুলেট প্রদত্ত কমিউনিটির সেবার মান বৃদ্ধি পাওয়া এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সাথে নিবিড় যোগাযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার ভূয়সী প্রশংসা করেন। বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্জ তাঁর ‘Declaration of Honor’ -এ উল্লেখ করেছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার কমিউনিটির সেবামূলক বিভিন্ন কাজে সাফল্য লাভ করায় তিনি অত্যন্ত গর্বিত।

উল্লেখ্য, সাদিয়া ফয়জুননেসা নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে যোগদানের সাথে সাথে কুইন্স বোরো প্রেসিডেন্ট অফিসের সাথে যোগযোগ ও সহাযোগিতা বৃদ্ধি করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কুইন্স বোরোতে প্রকৃত আকারে শহীদ মিনার স্থায়ীভাবে স্থাপনের প্রস্তাবনা উপস্থাপনা করেন এবং এ বিষয়ে বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্জ এর সহযোগিতা কামনা করেন। এছাড়াও কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার নিউইয়র্কে বিভিন্ন এয়ারপোর্টে অন্যান্য ভাষার সাথে বাংলাভাষায় ‘স্বাগতম’ অন্তর্ভুক্তির বিষয়টি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা চালানোর জন্য বোরো প্রেসিডেন্টকে অনুরোধ জানান।
উল্লেখ্য, কনসাল জেনারেল গত কয়েক মাস যাবত এ বিষয়ে তত্পরতা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও, তিনি সম্প্রতি কুইন্স বোরোর প্রেসিডেন্ট অফিস আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। কুইন্স বোরোতে অবস্থিত কুইন্স লাইব্রেরীর সাথেও কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক যোগাযোগ বৃদ্ধি করেছে। ইতোমধ্যে, প্রথমবারের মত কুইন্স লাইব্রেরীকে সাথে নিয়ে কনস্যুলেট জেনারেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২১শে ফ্রেব্রুয়ারী ২০১৯ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস পালন করে। ইতোমধ্যে কনসাল জেনারেল কেন্দ্রীয় কুইন্স লাইব্রেরীতে ‘বাংলাকর্নার’ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ (বাংলা ও ইংরেজী ভার্সন) হসতান্তর করেন।

কুইন্স বোরোতে প্রায় ২.৪ মিলিয়ন বিভিন্ন জাতি গোষ্ঠী হতে উদ্ভুত আমেরিকান বসবাস করে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক, ’The World’s Borough’ হিসেবে বিবেচিত কুইন্স বোরোর ম–লধারায় বাংলাদেশের উন্নয়ন, সমৃিদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, কৃষ্টি ও ভাষাকে পরিচিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ