1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটিসির ৪টি ডাবল ডেকার বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ১৮ Time View

সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চারটি ডাবল ডেকার (দ্বিতল) বাস চালু করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিআরটিসি এই রুটে আরো ২০টি বাস যুক্ত করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট গোলচত্বরে বিআরটিসি’র এই ৪টি ডাবল ডেকার বাসের উদ্বোধন করেন।

বাসগুলো এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে বলেন, গত ১৯ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জাবালে নূর ও সুপ্রভাত পরিবহন বন্ধ করে দেওয়ার পর সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে, নিরাপদ সড়ক বিনির্মাণের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দ্রুত এই বাসগুলো উদ্বোধন করা হলো।

তিনি আরো বলেন, সময় নষ্ট না করে দুই সিটি কর্পোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্রেঞ্চাইজ করা হবে। উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুটের উদ্বোধন করা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতিদ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিআরটিসি’র চেয়ারম্যান মো. ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ