1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

২ কোটি টাকার প্রধানমন্ত্রী ফেলোশিপ-২০১৯ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১৮ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০১৯’ ঘোষণা করেছে, যার আওতায় সরকার থেকে মাস্টার্সের জন্য ৬০ লাখ টাকা ও পিএইচডির জন্য ২ কোটি টাকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের উচ্চতর শিক্ষায় (মাস্টার্স এবং পিএইচডি) ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’-এর জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন পত্র আহবান করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: মার্চ ৩১, ২০১৯।

আবেদনের যোগ্যতা:
১. ১ জুলাই ২০১৯ – ৩১ ডিসেম্বর ২০১৯ মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শর্তহীন অফার লেটার (ফুল টাইম)
২. বিশ্ববিদ্যালয়য়ের আন্তর্জাতিক রেঙ্কিং ১-৩০০ এর মধ্যে হতে হবে (The Times Higher Education World University Ranking 2019 বা QS World University Rankings 2019)
৩. TOEFL এর ফলাফল ৮০’র উপর হতে হবে এবং IELTS এর ফলাফল ৬ বা তার উপর হতে হবে।
৪. বয়সসীমা PhD এর জন্য ৪৫ এবং Masters এর জন্য ৪০ বছর।

আপনার আবেদনপত্রের সাথে নিম্নোক্ত নথিগুলো সংযুক্ত করে পাঠাবেন-
১. আবেদন পত্রটি Microsoft Word এবং PDF, দুই ফর্মেটেই পাঠাতে হবে।
২. আপনার স্টেটমেন্ট অফ পারপাস, স্কলারশিপের উপযুক্ত সময়, আপনার প্রস্তাবিত গবেষণার সাথে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সম্পর্ক, পেশাগত জীবনে আপনার গবেষণার সম্ভাবনা এবং পেশাগত জীবনের অভিজ্ঞতা পাঠাতে হবে।
৩. শিক্ষা জীবনের সকল সনদ এবং নম্বরপত্র।
৪. জাতীয় পরিচয়পত্র।
৫. TOFEL/IELTS’র ফলাফল।
৬. শর্তহীন অফার লেটার।
৭. অভিজ্ঞতার সনদ।
৮. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

বিস্তারিত দেখুন : #অফিসিয়াল লিংক: https://shed.portal.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/moedu_scholarship/5033ca3e_0634_4ef2_8632_728d7264e988/218.pdf?fbclid=IwAR10nSHWDlUroyL6nNnEZS4hYIJV7G0aPANQAUOgjw4c2nwGWfJ9jq3fmFM

https://bangla.youthop.com/fellowships/prime-minister-fellowship-announcement-2019?fbclid=IwAR2ie5ZyWt5n5pkBJUTKwiU_Nfb6wathzvFtwdl617B3nINtwcJgXX694hs

এখন থেকে প্রতি বছর এই স্কলারশিপ দেওয়া হবে। এই বছর ডেডলাইন মিট করতে না পারলেও পরের বছরের জন্য নিজেকে প্রস্তুত করুন, যেন মার্চ ৩১, ২০২০ এ আপনার সকল কাজগপত্র তৈরি থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ