যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে হস্তক্ষেপের কারণে ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে তথ্য জালিয়াতি এবং পাঁচজনের বিরুদ্ধে পরিচয় গোপন করে রাশিয়ায় তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ গঠনের কথা জানিয়ে বলেন, এর মধ্যে তিন রুশ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরাও আছেন। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে সেন্ট পিটার্সবার্গভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সিও আছে বলে জানান তিনি।
মুলার আরও বলেন, অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিজেদের রুশ নাগরিকত্বের পরিচয় লুকিয়ে যুক্তরাষ্ট্রের কম্পিউটারব্যবস্থায় ঢুকে তথ্য হাতিয়ে নেন।