বাংলাদেশের সংগীত জগতের পরিচিত নাম এফ এ সুমন। এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। ইউটিউব এবং ওয়েলকাম টিউনেও গানগুলোর অবস্থান ছিল বেশ ভালো।
ধারাবাহিকভাবে তিনি উপহার দিয়ে চলেছেন নতুন নতুন গান। তার প্রকাশিত গানগুলোর মধ্যে বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ পার হয়েছে। তার গাওয়া আরও বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ ছুইছুই করছে। তবে ২০১৭ সালে খুব অল্প সময়ে এফ এ সুমনের প্রকাশিত ‘পাগলীরে’ গানের ভিউ ১ কোটি ৩০ লাখ পার হয়েছে।
‘পাগলীরে’ গানের ভিউ সম্পর্কে এফ এ সুমন বলেন, ২০১৭ সালে ‘পাগলীরে’ গানটিতে সবচেয়ে বেশি ভিউ। যেহেতু ভিউ দিয়ে গানের টপচার্ট নির্ধারণ করা হচ্ছে,সেহেতু পাগলিরে গানটি টপচার্টের নাম্বার ওয়ান গান। সবচেয়ে বড় কথা হলো আমার অফিসিয়াল ভিডিও ছাড়াই আমার গানকে ভালোবেসে অনেক ভক্তরা আনঅফিসিয়াল ভিডিও তৈরি করে থাকে। আর সেই ভিডিওগুলোই ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠে। আমি মনে করি ভালো গান হলে সেটাই সব প্লাটফর্মে ভালো সাড়া পাওয়া যায়।
উল্লেখ্য, বর্তমানে এফ এ সুমন বর্তমানে স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।