1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইরানের সদস্যপদ স্থগিতের দাবি নাকচ করল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ইরানের সাথে আর্থিক লেনদেনের সম্পর্ক ছিন্ন করবে না বলে ঘোষণা করেছে। ইরানের সদস্য পদ স্থগিত করতে আইএমএফ’র প্রতি সম্প্রতি যে আহ্বান জানানো হয়েছে তার জবাবে সংস্থাটির মুখপাত্র উইলিয়াম মুরে ওই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ কখনও কোনো বেআইনি কাজ করবে না এবং সংস্থাটি তার সদস্য দেশগুলোর ব্যাপারে স্বাভাবিক নীতি মেনে চলে।
আইএমএফ তার বিধিমালা বা সংবিধানের আলোকেই ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে সংস্থাটির সম্পর্ক বা লেনদেন রয়েছে এবং এ সংস্থায় ইরানের সদস্যপদ দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়। কথিত “পারমাণবিক ইরান বিরোধী জোট” নামের ইরান-বিদ্বেষী একটি সংস্থা গত ২৬ শে এপ্রিল আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ-এর কাছে পাঠানো এক চিঠিতে ওই সংস্থায় ইরানের সদস্যপদ স্থগিত রাখার দাবি জানিয়েছিল। এই জোট বিশ্বের বিভিন্ন কোম্পানিকে ইরানের সাথে সহযোগিতা বন্ধ করতেও চাপ দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক সিনিয়র উপদেষ্টা ড্যানিস রস ও হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা গ্যারি সিইমুর এই উগ্র সংগঠনটির প্রতিষ্ঠাতা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা জেমস উলসি ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান মেইর দাগান সংগঠনটির অন্যতম সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ