বলিউডের জনপ্রিয় গায়ক, সুরকার হিমেশ রেশমিয়া। সাম্প্রতিক সময়ে কিছুটা আলোচনার বাইরেই তিনি। গানও কম করছেন। দেখা মিলে নানা রকম রিয়েলিটি শো-তে। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন বিয়ের খবরে।
শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন এই গায়ক। আগামী বছরেই নাকি তাকে ফের দেখা যেতে পারে বরের বেশে।
তবে অবশেষে সেই খবরই যেন সত্যি হতে যাচ্ছে। হিমেশের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামী বছরেই নাকি সনিয়াকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তার পরিবারের পছন্দের তালিকাতেও নাকি রয়েছেন সনিয়া। হিমেশের ছেলে সায়মের সঙ্গেও সনিয়ার সম্পর্ক নাকি খুবই ভালো। এবার কেবল গুঞ্জন সত্যি হওয়ার অপেক্ষা।