1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

নতুন ধারাবাহিক নাটক ‘নোঙ্গর’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ৯১ Time View

মাসুদ রানার রচনা এবং সোহেব আলম ও আতিক রহমানের যৌথ পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘নোঙ্গর’। নতুন চমক নিয়ে নির্মিত এ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর,  মাইকেল মার্চেন্দ মিকা (ফ্রান্স), আমান্ডা উইরটেন (সুইডেন), শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, লুৎফর রহমান জর্জ, আরমান পারভেজ মুরাদ, তানিয়া হোসেন, স্বাগতা, শাহরিয়ার শুভ, কচি খন্দকার, জয়রাজ, জার্নাল, লিজা ও শামীম সহ আরও অনেকে।

পরিচালক সোহেব আলম ও আতিক রহমানের এ ধারাবাহিক নাটকে দেখা যাবেনতুন অনেক চমক । নাটকে দর্শকদের জন্যে মূল আকর্ষণ হবে প্রথমবারের মত বাংলাদেশের নাটকে দুই বিদেশীর উপস্থিতি। এমনকি তারা নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন। এ দুই বিদেশী হলেন ফ্রান্সের অভিনেতা মাইকেল মার্চান্দ মিকা ও সুইডেনের থিয়েটার কর্মী আমান্ডা উইরটেন। নাটকে মাইকেল মার্চান্দ মিকা অভিনয় করেছেন বিশ্ব প্রতœচোরদের বাংলাদেশ প্রধানের ভুমিকায়। যে কিনা পুলিশের হাত থেকে বাচঁতে গ্রামে এসে এক গ্রাম্য মেয়ের প্রেমে পড়ে ভাল হয়ে যাওয়ার চেষ্টা করে। আর আমান্ডা উইরটেন অভিনয় করেছেন একই দলের প্রতিনিধি হিসেবে। যে কিনা অবাধ্য মিকাকে হত্যা করতে বাংলাদেশের আসে।

অন্যদিকে নাটকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। এছাড়াও প্রথবারের মত গোয়েন্দা অফিসারের ভুমিকায় দেখা যাবে আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, শাহরিয়ার শুভ ও শামীমকে। এমনকি মাফিয়া দলের একজন সদস্য হিসেবে প্রথমবারের মত অভিনয় করছেন জয়রাজ।

ধারাবাহিক এ নাটকটি ১ মে মঙ্গলবার থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা প্রচার হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ