1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

চতুর্থ সপ্তাহে ৩২ হলে ঢাকা অ্যাটাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৪৪ Time View

মুক্তির ৪র্থ সপ্তাহে এসে সারাদেশের ৩২ টি সিনেমা হলে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। ৮টি হলে টানা ৪র্থ সপ্তাহ এবং ১২টি হলে ২য় সপ্তাহ চলছে। এছাড়া কানাডা, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও অস্ট্রেলিয়াতে ছবিটি টানা ২য় সপ্তাহ চলছে।

৬ অক্টোবর ১২২ হলে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি সর্বমহলের ব্যাপক প্রশংসা কুড়ায়। দ্বিতীয় সপ্তাহে ছবিটি হল বেড়ে যায়। চলে ১২৭টি হলে।

সিনেমাটির কাহিনি লিখেছেন সানী সানোয়ার। অভিনয় করছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

‘ঢাকা অ্যাটাক’ যে সব হলে চলছে তা পরিবর্তনের পাঠকদের জন্য দেওয়া হলো—

৪র্থ সপ্তাহ চলছে : স্টার সিনেপ্লেক্স(ঢাকা), ব্লকবাস্টার সিনেমা(ঢাকা), রাজমণি সিনেমা(ঢাকা), চান্দনা(জয়দেবপুর), লিবার্টি(খুলনা), সঙ্গীতা(খুলনা), বীনা(পাবনা), পিক্স(সিরাজদিখাঁন)।

২য় সপ্তাহ চলছে : অভিসার (ঢাকা), বি.জি.বি. (সিলেট), রুপসী (ভোলা), সোহাগ (ঘোড়াশাল), মৌচাক (অঞ্জরা), মল্লিকা (উল্লাপাড়া), অন্বেষা (মোকছেদপুর), মনোরমা (কাপাসিয়া), বর্ণালী (নোয়াপাড়া), আলোকরুপা (লালমনিরহাট), কাজলী (মতলব), রাজলক্ষ্মী (পাতারহাট), মেহেরপুর (মেহেরপুর)।

নতুন করে যুক্ত হচ্ছে : বি.জি.বি (ঢাকা), বিলাসী (সাভার), মমতা (মাধবদী), সিনেমা প্যালেস (চট্রগ্রাম), বি.জি.বি (হালিশহর, চট্রগ্রাম), অন্তরা (ফুলবাড়ি), আলোছায়া (বঞ্চাবাজার), মুক্তি (চান্দদোনা), বিউটি সিনেমা (পিপলবাড়ি), সবুজ (চরফ্যাশন), বৈশাখী (কালুখালী), দিনার (চট্টগ্রাম)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ