1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ের আঘাতে লুইজিয়ানায় ভূমিধস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪০ Time View

মধ্য আমেরিকার তিন দেশে ভয়াবহ তাণ্ডব চালানোর পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ন্যাটে। প্রচণ্ড ঝড়ের আঘাতে সেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। নিকারাগুয়া, কোস্টারিকা এবং হুন্ডুরাসে ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

ঘণ্টায় ১৩৭ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঘূর্ণিঝড়টি উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। মিসিসিপি উপকূলেও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ওই সব স্থানের লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Hurricane

১৩৭ কিলোমিটার বেগে মিসিসিপি নদীর বুকে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। মিসিসিপি উপকূলে দ্বিতীয়বারের মতো এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানার জন্য জরুরি মানবিক সহায়তার প্রস্তুতি রাখতে বলেছেন। এসব অঙ্গরাজ্যের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ব্যাপক ঝড়ো বাতাস থাকলেও ঘূর্ণিঝড় ন্যাটে গত মাসে আঘাত হানা মারিয়া ও ইরমার মতো ততটা শক্তিশালী নয় বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ