1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

পোড়ামন ২’ ছবির নায়ক সিয়াম

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৮ Time View

সুপারহিট ‘পোড়ামন’ ছবির দ্বিতীয় কিস্তিতে নির্মিত হতে যাচ্ছে ‘পোড়ামন ২’। জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনায় এই ছবির নায়ক থাকছেন একজন নতুন মুখ। কিন্তু কে তিনি? বলতে পারলেই পুরস্কারস্বরূপ জাজের পক্ষ থেকে মিলবে ২৫৬ জিবি পিং কালারের আইফোন সেভেন প্লাস। জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে এমন ঘোষণাই দেওয়া হয়েছে।

‘পোড়ামন ২’ ছবির নায়কের রহস্য উন্মোচিত হওয়ার আগে জাগো নিউজকে একাধিক গোপন সূত্র নিশ্চিত করেছে, এই ছবির নায়ক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা সিয়াম নামে পরিচিত।

যিনি ২০১২ সালে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে শুরু করেন। এরপর ২০১৪ সালে রেদওয়ান রনির নির্দেশনায় ‘ভালোবাসা ১০১’ নাটকের মাধ্যমের আলোচনায় আসেন। ধারাবিাহিকতায় অসংখ্য দর্শকপ্রিয় বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য ও নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ২০১৬ সালে সিয়াম যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।

তবে সিয়ামের বিষয়ে মুখ খুলতে চাইলেন না জাজের কর্ণধার আবদুল আজিজ। তিনি বললেন, ‘এখনই নাম বলতে চাই না। বললে তো চমক শেষ। এতটুকুই বলব, ছেলেটি ফিল্মে একেবারেই নতুন। আগে চলচ্চিত্রে কাজ করেননি।’

সূত্র আরও বলছে, কয়েকমাস আগে থেকে জাজের সঙ্গে যোগাযোগ সিয়ামের। এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে গোপনে নৃত্য, ফাইটিং ও অভিনয়ের ওপর গ্রুমিংও করেছেন তিনি। এ ব্যাপারে সিয়াম সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি শুনে হেসে ফেলেন তিনি। হাসতে হাসতে জাগো নিউজকে সিয়াম বলেন, ‘কই আমি তো কিছু জানি না। জানতে পারলে আপনাকে জানাব।’

‘পোড়ামন ২’ ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা রাফিয়ান রাফি। ছবির নায়ক সিয়াম কিনা জানতে চাইলে জাগো নিউজকে তিনি বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর মহরতের মাধ্যমে জানানো হবে নায়কের নাম। এর আগে নায়কের নাম বলতে চাই না।’

তিনি আরো বলেন, ‘রোশানকে প্রথমে এই ছবির নায়ক হিসেবে ঘোষণা করা হলেও তিনি ‘বেপরোয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় তার পরিবর্তে নতুন নায়ক নেয়া হচ্ছে। নায়কসহ যারা অভিনয় করবেন তাদের নাম জানার পর সবাই চমকে যাবেন। আর নায়িকা হিসেবে থাকবেন পূজা চেরি।’

জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে ‘পোড়ামন ২’ ছবির শুটিং শুরু হবে, টানা শুটিংয়ের মাধ্যমে ছবির নির্মাণ কাজ শেষ করা হবে। পোড়ামন ২ মুক্তির সম্ভাব্য উপলক্ষ ২০১৮ সালের ভালোবাসা দিবস।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এ ছবিটি মুক্তির চার বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘পোড়ামন ২’ নির্মাণ করতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ