1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

যাত্রা শুরু করল রোশান-ববির বেপরোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৭৫ Time View

রূপালি পর্দায় আসছে নতুন জুটি। তারা হলেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ববি। তাদের নিয়ে যাত্রা শুরু করলো নতুন এক ছবি, নাম বেপরোয়া।

জাজ মাল্টিমিডিয়ার একক প্রয়োজনায় ছবিটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ।

এই নির্মাতা কলকাতায় বেশ জনপ্রিয়। এর আগে টলিউডে নির্মাণ করেছেন চ্যালেঞ্জ ২, প্রেম করেছি বেশ করেছি, লাভেরিয়া, রংবাজ, কেলোর কীর্তি ইত্যাদি ছবিগুলো।

বেপরোয়া ছবির জাঁকজমক এক মহরৎ অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যায় রাজধানী সোনারগাঁও হোটেলে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ, নানাশাহ, নাদের চৌধুরী, ওমর সানিসহ আরও অনেকে।

মহরতে ছবিটি নিয়ে রোশান বলেন, ‘এর আগে আমি রক্ত এবং ধ্যাততেরিকি নামে দুইটি ছবিতে অভিনয় করেছি। বেপরোয়া ছবিটি ওই ছবি দুটি থেকে একেবারে আলদা।’
bobi

ববি বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি সাংবাদিকের। যে মনে মনে পুলিশ পেশাকে ভালোবাসে। একটা সময় বুঝতে পারে অনেক অসৎ পুলিশ রয়েছে। এ নিয়ে তার মধ্যে একটা ঘৃণা জন্মায়।’

আরো বলেন, ‘নতুন নায়কদের মধ্যে রোশান বেশ সম্ভাবনাময়। ওর কাজ আমি দেখছি। স্ক্রীনে ওর সাথে আমার জেনারেশন গ্যাপ দর্শকদের চোখে লাগবে না বলে আমি মনে করি।’

পরিচালক রাজা চন্দ বলেন, ‘এর আগে আমি যৌথ প্রযোজনায় ব্লাক ছবিটি নির্মাণ করেছি। সেটি এই দেশে বেশ জনপ্রিয় হয়েছিলো। নতুন ছবিটিও আশা করছি অনেক ভালো হবে।’

চরিত্র নিয়ে রোশান বলেন, ‘খুব রেসপন্সিবল আবার সিরিয়াস চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। তাছাড়া ছবির নামের সাথে আমার চরিত্রে মিল রয়েছে।’

মহরতের শুরুতে কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে স্মরণ করে একমিনিট নিরবতা পালন করা হয়। একইসাথে এই ছবিটি নায়করাজকে উৎসর্গ করা হয়।

রোশান-ববি ছাড়াও ছবিতে অভিনয় করবেন কাজী হায়াৎ, কমল, রেবেকা প্রমুখ। শিগগির ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ