ভারতের দিঘার উপকূল গত শনিবার রহস্যজনক শব্দে কেঁপে ওঠেছিল। জঙ্গি হানার শঙ্কায় বাংলা-ওডিশা উপকূলের ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমন পরিস্থিতিতে উপকূল নিরাপত্তা নিয়ে বৈঠকে বসছে ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর কর্তারা। আজ (সোমবার) নিউ টাউনে উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর- আনন্দবাজার।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র ডেপুটি কম্যান্ডান্ট অভিনন্দন মিত্র জানান, বৈঠকে জঙ্গি দমনে সমন্বয়, মৎস্যজীবীদের সচেতন করা, তথ্যের আদান-প্রদান এবং বিপর্যয়ে যৌথ উদ্ধার কাজ নিয়েই আলোচনা হবে।
এর আগে গত শুক্রবার উপকূলের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছিলেন ওডিশা ও ভারতের উপকূলের দায়িত্বে থাকা অফিসাররা। বৈঠকে উৎসবের মৌসুমে জঙ্গি হানা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে। মূলত তার ভিত্তিতে নিরাপত্তা বা়ড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের উপকূলীয় সীমান্ত এলাকায় সুন্দরবন। খাঁড়ি, ছোট নদীতে ঘেরা এ এলাকা অরক্ষিত। উপকূল এলাকা দিয়ে মৎস্যজীবীদের বেশ ধরে ঢুকে পড়তে পারে জঙ্গিরা। সেই জন্যই নিরাপত্তা নিয়ে দু’দেশের বিশেষভাবে সতর্কতা প্রয়োজন। উপকূলীয় এলাকায় সেই সতর্কীকরণের কাজ ভারত নিয়মিতই করছে। এবার বাংলাদেশেও তা কিভাবে করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
দেশটির উপকূলরক্ষী বাহিনী সূত্রের বরাত দিয়ে বলা হয়, সম্প্রতি বঙ্গোপসাগরে বিভিন্ন ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপের জেরে বারবার বিপদে পড়ছেন মৎস্যজীবীরা। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় এবং সীমান্তের দু’পারে কিভাবে এ ধরনের অভিযানে সমন্বয় বাড়ানো যায়, তার উপরেও আলোচনা করা হবে।