1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

রাশিয়া থেকে মিগ-৩৫ কিনতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৫ Time View

রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-৩৫ কিনতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন মিগ এয়ারক্রাফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলিয়া তারেশেঙ্কো।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

রাশিয়ায় ‘আর্মি-২০১৭ মিলিটারি টেকনিকেল ফোরাম’র সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে। গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ২৭ আগস্ট।

মস্কোর থিম পার্ক প্যাট্রিয়টে চলমান এ সম্মেলনে মিগ-৩৫ কিনতে আগ্রহী বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

মিগ এয়ারক্রাফটের সিইও বলেন, মিগ-৩৫ বিক্রির পরিকল্পনা রয়েছে আমাদের। এ নিয়ে অনেক আলোচনা রয়েছে। তাছাড়া এগুলোর জন্য আমাদের সাধারণ ক্রেতা, দক্ষিণ এশিয়ার দেশগুলো, মিয়ানমার, বাংলাদেশ ও পেরু।

তিনি জানান, এসব দেশের কাছে মিগ-৩৫ বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। মিগ-৩৫ বিক্রির চেষ্টা সফল হবে বলে তার প্রত্যাশা।

মিগ-৩৫ রাশিয়ার তৈরি সর্বাধুনিক নানান সুবিধাসম্বলিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি মিগ-২৯কে/কেইউবি এবং মিগ-২৯এম/এম২ বিমানের নকশাকে ভিত্তি ধরে নির্মিত।

এরআগে ১৯৯৯ সালে রাশিয়ার কাছ থেকে আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ