1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

স্বার্থপর সজল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২
  • ১২৮ Time View

জনপ্রিয় অভিনেতা সজল। পেয়েছেন তারকাখ্যাতি। নিজেকে তিনি ইদানিং সুপারস্টার মনে করছেন। তারকাখ্যাতি তাকে স্বার্থপর করে তুলেছে। মিডিয়ায় আসার আগে সজলের পথচলা ছিল খুব সাদামাটা। মধ্যবিত্ত পরিবারের ছেলে সজল। যার চোখে স্বপ্ন ছিল বড় মডেল-অভিনেতা হয়ে পরিচিতি পাওয়া। একসময় সুযোগও মিলে যায়।  প্রথমে মডেলিং, এরপর একে একে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। কিন্তু জনপ্রিতা ধরা দিলেও পেছনে পরে যায় তার কাছের মানুষগুলো।

যারা তাকে এতটা পথ এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে তাদেরকেই স্বার্থপরের মত অস্বীকার করেন সজল। সুপারস্টার হওয়ার মোহে কাছের মানুষগুলোকে অবহেলা করে এসেছেন। একসময় সজল আবিষ্কার করেন, তিনি ভীষণ একা। দূরে সরিয়ে দেওয়া প্রিয়জনদের কাছে চাইলেও তিনি ফেরার পথ খুঁেজ পান না। একাকিত্বে বিভোর হয়ে সজল ভাবতে থাকেন, এ জীবন কী তার কাম্য ছিল! টেলিফিল্ম ‘দি সুপারস্টার’-এ এভাবেই দেখা যাবে সজলকে।

আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় ‘দি সুপারস্টার’ টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করছেন সজল। ক্যারিয়ার আর সাফল্যের মোহের পেছনে ছুটে চলা এক তরুণ নায়কের ভূমিকায় তাকে দেখা যাবে এ টেলিফিল্মে। তার বিপরীতে অভিনয় করেছেন শশী। টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, শশী, লিপিকা, লোপা, অঞ্জন আইচ, শাহ আলম কিরণ প্রমুখ।

‘দি সুপারস্টার’ টেলিফিল্মটি  প্রচার হবে ২৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ