1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

টেস্ট সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫৯ Time View

টেস্ট সিরিজের জন্য অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে দলের সদস্যরা।
টেস্ট সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া দল আবাস গড়বে হোটেল রেডিসন ব্লু-তে।

৩২ জনের বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ৩২ জনের বহরে কারা রয়েছেন, এমন প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতেই পারে। নিরাপত্তা ম্যানেজার তিনজন, বাবুর্চি ও একজন করে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ। বাবুর্চি শব্দটা পড়তে ধাক্কা খেলেও সত্যি যে, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়েই বাংলাদেশ সফরে আসছে। তবে এর আগেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়ে বাংলাদেশ সফর করেছে।

টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা ম্যানেজার শন ক্যারল এবং ফ্রান্সেসো ডিমাসি আগে থেকে ঢাকায়। আজ দলের সঙ্গে এসেছেন আরেক নিরাপত্তা ম্যানেজার রবার্ট অ্যালন সিমন্স, মনস্তত্ত্বিক বিশেষজ্ঞ মাইকেল লয়েড, বাবুর্চি অলটামাস ইকবাল, জাতীয় দলের নির্বাচক ট্রেভর হন্স, সহকারী জেনারেল ম্যানেজার প্যাটরিক হয়ার্ড, টিম ম্যানেজার গেভিন ডুভে, হেড কোচ ড্যারেন লেম্যান, হাই পারফরম্যান্স কোচ বার্ডলি হ্যাডিন, বোলিং কোচ রায়ান হ্যারিস, কোচিং কনসালটেন্ট শ্রীরাম শ্রীধরন, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ ওয়ারেন অ্যান্থনি, মিডিয়া ম্যানেজার কেট ইরিন, ডক্টর গিওফ্রে মার্ক, ফিজিওথেরাপিস্ট ডেভিড থমাস, ম্যাসেজ থেরাপিস্ট ক্যামেরুন মাইকেল এবং পারফরম্যান্স অ্যানালাইসিস্ট ডেনে হিলস। সঙ্গে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন শক্তিশালী স্কোয়াড।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সঙ্গে এই টেস্ট সিরিজের জন্য ছিল দীর্ঘ প্রতীক্ষা। নির্দিষ্ট করে বললে ১১ বছরেরও বেশি। সেই ২০০৬ সালের এপ্রিলে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া দুটি টেস্ট খেলে যাওয়ার পর এবার আসলো অস্ট্রেলিয়া। এই দীর্ঘ সময়ে বদলে গেছে কত কিছু। দুটি দলের মধ্যেই প্রজন্মের ব্যবধান ঘটে গেছে।
টেস্ট সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
টি-টোয়েন্টি নামের সংকরায়িত ক্রিকেটের উন্মাদনায় সারা বিশ্বই উথালপাথাল। অস্ট্রেলিয়া বাংলাদেশে আর টেস্ট খেলতে আসেনি। বাংলাদেশকেও তারা টেস্ট খেলতে ডাকেনি নিজের দেশে।
“ আরও পড়ুন: ‘ঢাকা, আমরা আসছি…’”
২০১১ সালে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ অবশ্য খেলে গেছে, সে ছিল সান্ত্বনা। বাংলাদেশকে ক্রিকেট অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড) আক্ষরিক অর্থে তখন সান্ত্বনাই দিয়েছিল এই বলে যে, আপাতত তিনটি ওয়ানডেই হোক, পরে সময়-সুযোগ বুঝে দুটি টেস্ট খেলে যাওয়া যাবে।
টেস্ট সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
দ্বিপক্ষীয় অনেক যোগাযোগ-প্রক্রিয়া শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশে সেই দুটি টেস্ট খেলতে রাজি হলো ২০১৫ সালের অক্টোবর-নভেম্বরে। সবকিছু ঠিকঠাক, সারা বাংলাদেশ অস্ট্রেলিয়া দলের আগমনের প্রতীক্ষায় সময় গুনছে। ঠিক তখনই নিরাপত্তা নিয়ে শঙ্কাকে কারণ দেখিয়ে সফর বাতিল করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও মন গলেনি অস্ট্রেলিয়ার। কদিন পরই অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফর করে গেছে। বাংলাদেশ সফলভাবে আয়োজন করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট, কোনো ক্রিকেট দলই নিরাপত্তা নিয়ে কোনো অনুযোগ তোলেনি। শুধু অস্ট্রেলিয়াই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি। সে কারণে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তাদের দল পাঠায়নি।

“ আরও পড়ুন: নিজেদের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী: স্মিথ”

২০১৫ টেস্ট সফর বাতিল করার পর অস্ট্রেলিয়া অবশ্য বলেছিল, এ সফরটি তারা পরে সুবিধামতো এক সময়ে করবে। সেই ‘সুবিধামতো সময়টা’ অবশেষে এল। ইংল্যান্ডের নির্বিঘ্ন বাংলাদেশ সফর নিশ্চয়ই ভূমিকা রেখেছে এখানে। ইংল্যান্ড দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে গেছে গত বছরের অক্টোবরে। ইংল্যান্ড দলকে দেওয়া সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া দলকেও। নিরাপত্তাব্যবস্থা, ম্যাচের ভেন্যু, আবাসন সুবিধা—সবকিছু খতিয়ে দেখে গেছে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল। তারপরই আলোর মুখ দেখতে পারছে অস্ট্রেলিয়া দলের এই সফর।

“ আরও পড়ুন: ওয়ার্নারদের নিরাপদে আসতে বললেন ফিজ”

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে ২৭ আগস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে নেমে যাওয়ার কথা স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া দলের। এই ম্যাচটি নির্ধারিত ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। কিন্তু অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ম্যাচটি সেখানে হবে কি না, তা নিয়ে একটু অনিশ্চয়তা আছে। তবে ইংল্যান্ডের সঙ্গে দুই টেস্টের ১০ মাস পর আবারও সাদা পোশাকের ক্রিকেটের জন্য প্রস্তুত ঢাকার শেরেবাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বর্ষা মৌসুমে এবার অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। এই বৃষ্টি সিরিজটার ওপরও চোখ রাঙাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, তাতে আগস্ট মাসজুড়েই হতে পারে বৃষ্টি। বৃষ্টিবিহীন শুষ্ক আবহাওয়ার নিশ্চয়তা মিলবে হয়তো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সিরিজ তো তার আগেই শেষ!
টেস্ট সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

যদি বৃষ্টির আনুকূল্য মেলে, তাহলে জমজমাট এক সিরিজের আশা করাই যায়। সাম্প্রতিক অতীতে এশিয়ায় অস্ট্রেলিয়ার রেকর্ড মোটেই ভালো নয়। অন্যদিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুটি সিরিজেই পিছিয়ে পড়ার পরও বাংলাদেশ লিখেছে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। এই দুটি মিলিয়ে সিরিজটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকার সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ