1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪১

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৫৯ Time View

মিসরের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর আলেক্সান্দ্রিয়ায় যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২০ জন। মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।

মিশরে এ ধরনের দুর্ঘটনা বিরল হলেও একেবারে ঘটে না এমন নয়।

এ দুর্ঘটনার জন্য দেশটির পরিবহনমন্ত্রী হিশাম আরাফাত মনুষ্যসৃষ্ট কারণকেই দুষছেন।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

মিসরের পরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ এ দুর্ঘটনার পর আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এরআগে ২০১৩ সালে একটি ট্রেন ও মিনিবাসের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন।

২০০২ সালে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে মিসরে। ওই সময় একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ