1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

ভারতে আনসারুল্লাহ’র সদস্য সন্দেহে বাংলাদেশি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫৯ Time View

ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে ‘আনসারুল্লা বাংলা টিম’র সদস্য সন্দেহে বাংলাদেশি এক ‘জঙ্গি’কে গ্রেফতার করা হয়েছে। তার নাম আবদুল্লাহ।

উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা এটিএস’র সন্দেহ, আবদুল্লাহ আল-কায়দার আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

রোববার মুজফফনগরের চারথাবাল এলাকার কুতেসারা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

রাজ্যের জঙ্গি দমন শাখার আইজি অসীম অরুণ জানান, আবদুল্লাহ ২০১১ সাল থেকে সাহারানপুরের দেওবন্দ এলাকায় আস্তানা গড়ে তোলেন। মাস খানেক আগে তিনি কুতেসারাতে চলে যান। ভুয়া পরিচয় দিয়ে আধার কার্ড ও পাসপোর্টও তৈরি করতেন তিনি।

তিনি আরও জানান, আবদুল্লাহর কাজ ছিল জঙ্গিদের এ দেশে ভুয়া পরিচয়পত্র তৈরি করা এবং তাদের গোপন আস্তানার ব্যবস্থা করা। মূলত বাংলাদেশি জঙ্গিদেরই ভুয়া পরিচয়পত্র তৈরি করতেন তিনি।

অনেক দিন ধরেই আবদুল্লার খোঁজ চালাচ্ছিল এটিএস। মুজফফরনগরে আবদুল্লাহর লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পেয়ে স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে রোববার মুজফফরনগরে অভিযান চালায় এটিএস। আবদুল্লাহর বাড়ি থেকে একাধিক ভুয়া আধার কার্ড এবং ১৩টি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয় বলেও জানায় এটিএস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ