1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

জুনিয়র ট্রাম্প-রুশ আইনজীবীর বৈঠকে থাকা আরও একজন চিহ্নিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে হিলারি সম্পর্কে তথ্য পাওয়ার প্রতিশ্রুতিতে রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং রুশ আইনজীবীর ওই বৈঠকে আর কে কে ছিলেন তা নিয়ে তদন্ত করতে গিয়ে আরো একজনের নাম উঠে এসেছে। এ পর্যন্ত আটজনের নাম জানা গেছে। রুশ ধনকুবেরের অনুদানের একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা অষ্টম ওই ব্যক্তি। মঙ্গলবার সিএনএন-এর এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জুনিয়র ট্রাম্পের ওই সাক্ষাতের বিষয়ে কিছুই জানতেন না তিনি। ওই রুশ আইনজীবী তার নির্বাচনী প্রচারণায় সহায়তা করতে চেয়েছিল এ বিষয়েও তিনি তেমন কিছুই জানেন না।

জুনিয়র ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, রুশ আইনজীবীর সঙ্গে ওই বৈঠক তেমন কিছুই ছিল না। কিন্তু এটা তিনি ভিন্নভাবে পরিচালনা করতে পারতেন। জুনিয়র ট্রাম্প সম্প্রতি একটি ইমেইল প্রকাশ করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন ওই রুশ আইনজীবী তার সঙ্গে সাক্ষাতের জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রুশ সরকারের সহায়তার বিষয়টি জানিয়েছিলেন।

ক্রেমলিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি হিলারি সম্পর্কে তথ্য দিতে চেয়েছিলেন। এ কারণেই রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিসকায়ার সঙ্গে দেখা করেছিলেন জুনিয়র ট্রাম্প। তবে হিলারি ক্লিনটন সম্পর্কে কার্যকর কোনো তথ্য তাদের মধ্যে আদান প্রদান হয়নি বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালের জুনে ওই রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

রাশিয়ার ওই আইনজীবীর সঙ্গে ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনার এবং তারপর ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান পল জেও ম্যানাফোর্টও সাক্ষাৎ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা। এফবিআই এবং কংগ্রেসও ট্রাম্প এবং তার নির্বাচনী প্রচারণা দলের কেউ রাশিয়াকে সহায়তা করেছে কিনা সে বিষয়টি অনুসন্ধান করছে।

ওই বৈঠকে যারা ছিলেন সে বিষয়ে সাম্প্রতি তথ্য বলছে অষ্টম ওই ব্যক্তির নাম ইকে কাভেলাজে। তিনি ক্রোকাস গ্রুপের জ্যেষ্ঠ সহসভাপতি। এটি একটি রিয়েল ইস্টেট প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

কাভেলাজ একজন মার্কিন নাগরিক। ওই বৈঠকে তাকে দ্বোভাষী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। রুশ আইনজীবীর কথা তিনি অনুবাদ করে বোঝাবেন বলেই ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। ওই বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন রব গোল্ডস্টোন। তিনি একজন সংগীত প্রচারক। তার মাধ্যমেই জুনিয়র ট্রাম্প এবং রুশ আইনজীবীর মধ্যে সাক্ষাত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ