1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে দিল রাজশাহী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চমকপ্রদ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাগতিক সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করে রাজশাহী। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটের দেওয়া ১৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহী ২ উইকেট হারিয়ে, হাতে ২ বল রেখেই জয় নিশ্চিত করে।
শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে অনবদ্য জুটিতে ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন তানজিদ হাসান তামিম।
খালেদ আহমেদের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড-অনে হজরতউল্লাহ জাজাইয়ের হাতে ক্যাচ দেন তিনি।

এরপর শান্ত ও সাহিবজাদা ফারহান ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ফারহান আউট হন মেহেদী হাসান মিরাজের বলে। এরপর শান্ত ও মুশফিক ধীরে কিন্তু নিশ্চিতভাবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন।

৩৬ বলে ফিফটি পূর্ণ করা শান্ত পঞ্চাশের পর গতি বাড়ান। নাসুম আহমেদ ও মিরাজকে একের পর এক চার-ছক্কা হাঁকান তিনি। ইনিংসের ১৭তম ওভারে ইথান ব্রুকসকে ছক্কা মেরে শান্ত-মুশফিক জুটির শতক পূর্ণ হয়। শেষ ওভারে নিজের বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন রাজশাহীর অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট ভালো শুরু পায় রনি তালুকদার ও সাইম আইয়ুবের ব্যাটে।
তবে এই জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো।

পাওয়ার প্লে শেষে সন্দ্বীপ লামিচানে জাজাই ও রনিকে ফিরিয়ে ম্যাচে রাজশাহীকে ফেরান। এরপর মোহাম্মদ ইমন ও আফিফ হোসেন জুটি গড়ে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন। ইমন অপরাজিত থাকেন ৬৫ রানে, আর আফিফ ১৯ বলে করেন ৩৩ রান।

রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন লামিচানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ