1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

সিন্ট মার্টিন দ্বীপে বিমানের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৪৫ Time View

ক্যারিবিয়ান দ্বীপ সিন্ট মার্টিনে বাণিজ্যিক বিমান বোয়িং-৭৩৭ এর ধাক্কায় নিউজিল্যান্ডের এক নারী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার বিখ্যাত নেদারল্যান্ডসের রাজকুমারী জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার দূরে এ ঘটনা ঘটেছে।

বিমানটির উড্ডয়নের সময় সমুদ্রের তীরে মানুষজন চলাফেরা করছিলেন। নেদারল্যান্ডসের পুলিশ বলছে, ৫৭ বছর বয়সী ওই নারী বিমানের ধাক্কায় ছিটকে পড়ে যান। পরে বিমানে আগুন ধরে গিয়ে ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিমানের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাত্র ৫০ মিটার দূরেই মাহো বিচ; সেখান থেকে সমান দূরত্বেই সমুদ্র। অবতরণের আগ মুহূর্তে একেবারে নিচ দিয়ে যাচ্ছিল বিমানটি। এসময় পর্যটকরা বিমানের ছবি তুলতে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। দুর্ঘটনাটি ঘটে ঠিক ওই সময়ই।

বিমান বিস্ফোরণের আশঙ্কায় ওই এলাকাতে পর্যটকদের যাওয়ার ব্যাপারে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে বিমানের উড্ডয়ন ও অবতরণের বেশ কিছু ভিডিও অনেকেই অনলাইনে আপলোড করেছেন।

দ্বীপের পর্যটন পরিচালক রোলান্দো ব্রিসন নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ওই নারীর পরিবারকে তার নিহত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে নেদারল্যান্ডস পুলিশ বলছে, মানুষজনকে সেখানে যেতে নিরুৎসাহিত করতে প্রতিদিন তারা টহল দিয়ে থাকেন। এর পরও পর্যটকরা সেখানে ভিড় জমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ