গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় সার্বজনীন পূজা মণ্ডপের তৈরি দুর্গা উৎসবের ৮টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে চাপাইর এলাকার সুধাংশু শাহার বাড়িতে থাকা প্রতিমার দু’টি গনেশ, ২টি লক্ষী, ২টি স্বরসতী, ২টি কার্তিকের বিভিন্ন অংশ ভেঙে ঘুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানা পুলিশ ও র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় টুম্পা রানী পাল জানান, এর আগেও এ গ্রামে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার কোনো বিচার হয়নি। আশা করছি ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সার্বজনীন দুর্গা উৎসব যাতে এলাকাবাসী সুষ্ঠুভাবে পালন করতে পারে তার ব্যবস্থার দাবি জানান তিনি।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৫টি প্রতিমা ভাংচুর হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি।