1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিহতদের ২ জন বাংলাদেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ১৫৩ Time View

লন্ডনের ২৪তলা ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ৭৯ জনের মধ্যে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল সোমবার লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ওই দুইজনের নাম প্রকাশ করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুইজন ব্রিটেন ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন- হুসনা বেগম (জন্ম ১৯৯৫) এবং রাবেয়া বেগম (জন্ম ১৯৫২)।

এ দুইজনের সম্পর্ক নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জানিয়েছে, তারা দুইজন গ্রেনফেল টাওয়ারের একই অ্যাপার্টমেন্টে (১৪২ নম্বর) থাকতেন। পশ্চিম লন্ডনের ওই ভবনে গত ১৪ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ভবনের বাসিন্দা একটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, নিহত রাবেয়া ও হুসনা সম্পর্কে মা ও মেয়ে।

রাবেয়ার স্বামী কমরু মিয়ার পৈতৃক নিবাস মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে। তাদের অন্য দুই সন্তান আবদুল হানিফ (২৬) আর আবদুল হামিদও (২৯) অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।

আগুন ঘটনার দুই ঘণ্টারও বেশি সময় ফোনে তিন ভাইবোন তাদের এক স্বজনকে জানান, অসুস্থ বাবা-মাকে ১৮তলা থেকে নামানো সম্ভব নয়। মা-বাবাকে মৃত্যুমুখে রেখে নিজেরা বাঁচতে চাননি তারা। শেষ পর্যন্ত আগুনে তাদের মৃত্যু হয়। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭৯ জনের কোনো খোঁজ মেলেনি। তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করছে লন্ডন পুলিশ। তবে গ্রেনফেল টাওয়ারের ধ্বংসাবশেষে আরো লাশ মিললে নিহতের সংখ্যা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ