এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিচারপতিগণ, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার নানা বয়সি মানুষ জাতীয় ঈদগাহে নামাজ পড়েন।
প্রধান জামাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় মোনাজাতে।
বয়ানে ইমাম জাকাত দেওয়ার বিষয়ে গুরুত্বরোপ করেন। এসময় তিনি ধনী-গরীব ভেদাভেদ, রাগ, ক্ষোভ ভুলে ঈদ উৎসব পালনের আহ্বান জানান।
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন। নারীদের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে এ ব্যবস্থা রাখা হয়। এখানে সবার সুবিধার্থে ছিলো কঠোর নিরাপত্তা বলয়।
এদিকে ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার ব্যবস্থা ছিল সারা দেশেই। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে রয়েছে পাঁচটি ঈদ জামাত। যার মধ্যে প্রথমটি সকাল ৭টা, দ্বিতীয়টি সকাল ৮টা, তৃতীয়টি সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১০টায় চতুর্থ এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।
এছাড়া, তৃতীয় জামাতে ইমামতির দায়িত্বে থাকছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম। চতুর্থ জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন। পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
ঈদ উপলক্ষে ঈদগাহ ময়দান ও আশপাশের সড়কগুলো বর্ণিল করে সাজানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে এবারের ঈদ জামাত নির্বিঘ্ন রাখতে দুই লাখ ৭০ হাজার ২৭৭ দশমিক ৭৫ বর্গফুট বৃষ্টি সুরক্ষিত তেরপল লাগানো হয়। এছাড়া ৩১ হাজার ২৬৩ দশমিক ৬১ বর্গফুট সামিয়ানা, ১০০টি ফুলের টব, টিউব বাতি ৭০০টি, বড় ধরনের বৈদ্যুতিক বাতি ১০০টি, স্ট্যান্ড ফ্যান ১০০টি, সিলিং ফ্যান ৭০০টি, ৬০টি জায়নামাজ, প্রবেশ পথে বাঁশ দিয়ে তৈরি ২ হাজার ২৯৬ দশমিক ২ ফুট লাইন, ৫৪০ বর্গফুট ডিজিটাল ব্যানার, ২টি ডিসপ্লে বোর্ড ও ভিআইপিদের জন্য ১০টি এয়ারকুলারও ছিলো। এখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করে ঢাকা ওয়াসা, এছাড়া বসানো হয় বজ্রপাত নিরোধক উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাওয়ার।