1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

জনসেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ১৪১ Time View

দেশের জনগণের সেবা করার জন্য আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আজ শুক্রবার এ আহ্বান জানান তিনি।

আগামী নির্বাচনে ইঙ্গিত করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটি আমরা অব্যাহত রাখতে চাই। সে কারণে জনগণের কাছে, বারবার আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ দেশের যা কিছু অর্জন আওয়ামী লীগই এনে দিয়েছে। এই সংগঠনই বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রযাত্রার পথ দেখাচ্ছে। আওয়ামী লীগ ও বাংলাদেশ একে অপরের পরিপূরক।’

জাতির পিতার আদর্শে আওয়ামী লীগ নেতাকর্মীদের গড়ে উঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন। দেশের সেবা করুন, মানুষের সেবা করুন। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। তার আগেই আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলবো।’
জনসেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

নিজ দলের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের সেবা করুন, মানুষের সেবা করুন। কী পেলাম, কী পেলাম না: সেটি বড় কথা নয়। দেশকে, মানুষকে কী দিতে পারলাম; সেটিই বড় কথা।

যারা বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর সমালোচনা করেছিলেন, তাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা তখন লিখেছিল বঙ্গবন্ধু সফল বিপ্লবী, দক্ষ সংগঠক, কিন্তু ভালো শাসক নন; তারা হয় স্বাধীনতাবিরোধী ছিল, না হয় স্বাধীনতা বিরোধীদের দোসর হিসেবে কাজ করেছিল।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশের এখন বিশ্বের কাছে উদীয়মান সূর্য। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কিন্তু আমি জানি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও তাদের দাললদের অভাব নেই। আওয়ামী লীগের অগনিত নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র পতিহত করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা না ভেবে বঙ্গবন্ধুর আদর্শে দেশের সেবা করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ