হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ আলম।
তিনি জানান, কে বা কারা এএসপি মিজানুর রহমানকে গলায় ঝুটের কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য বিকেলে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শহীদ আলম।
এর আগে, আজ বুধবার সকাল ১১ টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিরুলিয়া ব্রিজের পাশ থেকে হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপনগর থানা থেকে কিছু দূরে বেড়িবাঁধ এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে এ সময় তার পরনে পুলিশের পোশাক ছিল না।