1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

‘চোরাবালি’ বিশ্বের ১০টি দেশে একযোগ মুক্তি পাবে : রেদওয়ান রনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ৯৫ Time View

ছোটপর্দার আলোচিত নির্মাতা রেদোয়ান রনির প্রথম ছবি ‘চোরাবালি’। ছবির কাহিনী,চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব রেদোয়ান রনি নিজেই পালন করেছেন। স্ক্রিনহাউজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় অ্যাকশনধর্মী এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক অন্ধকার জগতের গল্প ছবিটিতে তুলে ধরা হয়েছে। ছবিতে ভিন্নতা আনতে সংযোজন করা হয়েছে একটি আইটেম গানও। এ গানে নাচবেন হলিউডের অভিনেত্রী সিন্ডি রোলিং।

সম্প্রতি ছবির বিভিন্ন দিক নিয়ে সঙ্গে কথা বলেছেন ছবির পরিচালক রেদোয়ান রনি। তার সঙ্গে আলাপনের নির্বাচিত অংশে চোখ রাখা যাক।chorabali

‘চোরাবালি’ ছবিটির কাজ কতদূর শেষ হয়েছে?
রেদোয়ান রনি : ছবির শুটিং শেষ। ডাবিংয়ের কাজ চলছে। এরপর পোস্ট প্রডাকশনের কাজের জন্যে মাস দু-একের মধ্যেই ভারতের মুম্বাইতে যাবো। সেখানে ডিজিটাল ল্যাবে ছবির বাকি কাজ শেষ করবো
ছবির পোস্ট প্রডাকশনের কাজের জন্যে মুম্বাইতে কেন?
রেদোয়ান রনি : বাংলাদেশে তো ডিজিটাল ল্যাব নেই। এখানে এফডিসিতে যে ল্যাব আছে তাতে অ্যানালগ সিস্টেমে ছবির পোস্ট প্রডাকশনের কাজ করা হয়। আমার ছবি ডিজিটাল ফরমেটে তৈরি হচ্ছে। মুম্বাইয়ের বড় স্টুডিও থেকে ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ করবো।
শুটিং কোথায় কোথায় করেছেন ?
রেদোয়ান রনি : ‘চোরাবালি’ ছবির শুটিং সম্পূর্ণ এ দেশেই হয়েছে। আমাদের দেশেই অনেক সুন্দর জায়গা আছে। তাছাড়া আমার ছবির কাহিনী অনুযায়ী যেসব লোকেশনের প্রয়োজন ছিল তা দেশেই পেয়ে গেছি। তাই আর দেশের বাইরে যেতে হয়নি। রাজধানীর গোপীবাগ, টিকাটুলিসহ পুরান ঢাকার আউটডোরে, রোজগার্ডেনে এবং রাজধানীর বিভিন্ন স্থানে একাটানা ছবিটির শুটিং করা হয়েছে।

কোন ধরনের দর্শকদের জন্যে এ ছবিটি নির্মাণ করেছেন?chorabali
রেদোয়ান রনি: সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে আমি ছবিটি বানিয়েছি। বিশেষ করে নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, আমার বিশ্বাস ছবিটি তারা পছন্দ করবেন। এছাড়াও মধ্যবিত্ত পরিবার, যারা আগে হলে গিয়ে ছবি দেখেছেন, কিন্তু ছবির মান খারাপ হওয়ায় এখন যেতে চান না, তাদের কাছেও ছবিটি ভালো লাগবে । এছাড়াও যেসব আর্ট ফিল্ম এদেশে হয়, সেগুলোও আমাদের দেশের দর্শকরা হলে গিয়ে দেখতে পান না। এ ধরণের  দর্শকদের কথা মাথায় রেখেও ছবিটি বানানো। আমি দর্শকদের আমার ছবির মাধ্যমে হলে নিয়ে যেতে চাই।

এ ছবি দেখতে হলে কেন যাবে দর্শক? তাদের জন্যে কি কোন ম্যাসেজ রয়েছে এ ছবিতে ? কিংবা কোন নতুনত্ব ?
রেদোয়ান রনি : আসলে দর্শকদের পুরোপুরি বিনোদন দিতেই এ ছবিটি বানিয়েছি। ছবিতে ম্যাসেজ না থাকলেও বক্তব্য আছে।  ছবিটি দেখে দর্শকরা মানবতাবোধের উপলব্ধি করতে পারবে। যে কোন মানুষ যত খারাপ জায়গায় যত খারাপ কাজেই জড়িত থাকুক না কেন, ভালোবাসা পেলে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আর এই কথাটির উপলব্ধি ছবির মাধ্যমে আমি তুলে ধরতে চেয়েছি।

ছবির মূল চরিত্রের দুই অভিনয়শিল্পী জয়া আহসান ও ইন্দ্রনীলের অভিনয় সম্পর্কে কিছু বলুন ?
রেদোয়ান রনি : ছবির কাজ শুরুর আগে আমি কাস্টিং নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। চরিত্রের চাহিদা অনুযায়ী জয়া আর ইন্দ্রনীল হচ্ছে পারফেক্ট। তাদের অভিনয় প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনি দুটি চরিত্র তারা আমাকে বের করে এনে দিয়েছেন। তবে ছবিতে একজনের অভিনয় সম্পকে কথা না বললেই না। তিনি হচ্ছেন শহীদুজ্জামান সেলিম। গডফাদারের চরিত্রে অসম্ভব সুন্দর অভিনয় করেছেন তিনি। দর্শকরা হলে গেলে ভিন্ন এক শহীদুজ্জামান সেলিমকে দেখতে পাবে।

‘চোরাবালি’ ছবিটি মুক্তি পাচ্ছে কবে?
রেদোয়ান রনি: সব কিছু পরিকল্পনা মোতবেক হলে এ বছরের ঈদে মুক্তি দিব ছবিটি।

ছবিটি কি বাংলাদেশেই মুক্তি পাচ্ছে, না দেশের বাইরেও মুক্তি দেয়া হবে?
রেদোয়ান রনি: আমার এ ছবিটি বিগ বাজেটের একটি ছবি। ছবিটি বিশাল পরিসরে মুক্তি দেবার পরিকল্পনা আছে। প্রথমে পরিকল্পনা ছিল ২২টি দেশে ছবিটি মুক্তি দেব। কিন্তু এখনো সবগুলো দেশের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাই বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ১০টি দেশে একযোগে মুক্তি পাবে ‘চোরাবালি’। এর মধ্যেই ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, মালয়শিয়া, দুবাইতে হল কর্তৃপক্ষের সঙ্গে ছবিটি মুক্তির বিষয়ে কথা চুড়ান্ত হয়েছে। এছাড়া ইউরোপের আরও ৩টি দেশের হল কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে। বাংলাদেশে ছবিটি আগে মুক্তি দেয়া হবে। এরপর বিশ্বের অন্যান্য দেশে ছবিটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ