1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

মাছরাঙার লাইভ শো ‘টেলিকুইজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১২
  • ১৩৪ Time View

‘টেলিকুইজ’, মাছরাঙা টেলিভিশনের এস এম এস ভিত্তিক একটি লাইভ কুইজ শো। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়া এ অনুষ্ঠানটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি প্রচারিত হচ্ছে  প্রতি রোববার রাত ৯টা ০২ মিনিটে ।

‘টেলিকুইজ’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে দর্শকদের জন্য ৫টি প্রশ্ন থাকে ৫টি ভাগে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য দর্শক সময় পান ৪ মিনিট সময়। অনুষ্ঠান চলাকালীন টেলিভিশনের পর্দায় দেখানো প্রশ্নের উত্তর বেছে নিয়ে দর্শকরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঞছ লিখে যে কোন মোবাইল অপারেটর থেকে ১৬২৩৯  নাম্বারে সঠিক উত্তর পাঠিয়ে তাৎক্ষণিক জিতে নিতে পারেস মোবাইলে নগদ রিচার্জ ৫৫ হাজার টাকা। প্রতিপর্বে লটারির মাধ্যমে নির্বাচিত একজন ভাগ্যবান বিজয়ী পান নগদ ৫০ হাজার টাকা।

‘টেলিকুইজ’-এর উত্তর পাঠানোর শেষ সময় থাকে প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১২টা পর্যন্ত।  পুরো অনুষ্ঠানটির বিজয়ী নির্বাচন করবার জন্য একটি সরাসরি স্বয়ংক্রিয় কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, যা অতি দ্রুত ক্ষমতাসম্পন্ন এবং নির্ভুল।

‘টেলিকুইজ’ অনুষ্ঠানের প্রতিপর্বে স্টুডিওতে সরাসরি  কুইজ শোতে অংশ নেন ২ জন জনপ্রিয় অতিথি। যারা মজার মজার পরামর্শসহ দর্শকদের সঠিক উত্তর বেছে নিতে সাহায্য করেন। জনপ্রিয় লাইভ কুইজ শো ‘ টেলিকুইজ’ উপস্থাপনা করছেন ফেরদৌস বাপ্পী। আগামী রোববার ২২ এপ্রিল রাত ৯টা ২ মিনিটে প্রচারিত হবে এই লাইভ অনুষ্ঠানটির ১১তম পর্ব। অনুষ্ঠানের এ পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ও শামীম জামান।

টেলিকুইজের আগের পর্বগুলোতে অতিথি ছিলেন- সিদ্দিকুর রহমান, তুষার খান, ফারুক আহমেদ, আবদুল কাদের, সাজু খাদেম, দেবাশীষ বিশ্বাস, মাজনুন মিজান, তপন মাহমুদ, মাজহারুল ইসলাম, লুৎফর রহমান জর্জ, ম ম মোর্শেদ ও সুমন পাটওয়ারী। টেলিকুইজ প্রযোজনা করছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়–য়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ