পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিদেশে টাকা পাচার ঠেকাতে ব্যাংকে রাখা টাকার ওপর আবগারি শুল্ক বসানো হয়েছে।’ আজ শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলে পরিকল্পনামন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘টাকার ধর্ম হলো যেখানে মূল্য পাবে, সেখানে চলে যাবে। এ জন্য আমরা এখন ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বিনিয়োগ করতে উৎসাহিত করছি। বিদেশে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় অনেক ব্যবসায়ী বিনিয়োগ করছেন।’
মুস্তফা কামাল বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, তখন মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩১ শতাংশ। বর্তমানে তা ৫ দশমিক ৩৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এতে করে জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই। জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে।’
এর আগে আজ শুক্রবার বিকেল ৩টায় ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া শুনে প্রশ্নের উত্তর দিচ্ছেন অর্থমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।