1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

গণভবনে ডিউটির সময় মিসফায়ারে পুলিশের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ১১৪ Time View

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বাইরে বিশেষ নিরাপত্তা পুলিশের একজন সদস্য গতরাতে গুলিতে আহত হবার পর হাসপাতালে মারা গেছেন। তার ভাই বলছেন, ভুলবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে তার মৃত্যু ঘটেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

শেরেবাংলানগরে গণভবনের বাইরে গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান, তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের একজন নায়েক ছিলেন। ভিআইপিদের নিরাপত্তার জন্য এই বিশেষ পুলিশ বাহিনী গঠিত হয়।

তার ভাই মাহমুদুল হাসান জানান, খুব ভোরবেলা তার কাছে একটি ফোন আসে যে তার ভাই অসুস্থ্য। এর পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মৃত্যুর খবর পান।

তিনি জানান চিকিৎসকরা তাদের জানিয়েছেন, মিসফায়ার অর্থাৎ ভুলবশত: বন্দুকের গুলি বেরিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি গণভবনের সামনেই ডিউটিতে ছিলেন বলে জানান মাহমুদুল হাসান।

কিন্তু কিভাবে গুলি বেরিয়ে তার গায়ে লাগলো – তা নিয়ে তিনি অন্য ডিউটিরতদের কাছ থেকে ‘পুরো খোঁজখবর এখনো নিতে পারেননি এবং এ বিষয়ে আর কিছু বলতে পারছেন না’ বলে জানান মি. হাসান।

পরে ময়না তদন্তের পর তাদের হাতে মৃতদেহ তুলে দেয়া হয়, এবং তারা গ্রামের বাড়িতে লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান মি. হাসান।

তিনি জানান, তার ভাই আতিকুর রহমান ২০০৮ সাল থেকে পুলিশে চাকরি করছেন। গণভবনের নিরাপত্তার কাজে যোগ দেন এক বছরের কিছু আগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ