প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে গুলিবিদ্ধ স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান, নায়েক আতিকুর রহমানকে শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গণভবনের উত্তর ফটকে মসজিদের কাছে দায়িত্বরত অবস্থায় রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ হন আতিকুর।
তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ওসি মো. আবুল হাসান বলছেন, এই পুলিশ সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।