জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি-জাইকার প্রেসিডেন্ট ড. শিনিচি কিতাওকা তিন দিনের সফরে আজ বুধবার ঢাকা আসছেন। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
জানা গেছে, প্রতিনিধিদলে রয়েছেন জাইকার চিফ সেক্রেটারি তাকুমি উয়েসিমা, মহাপরিচালক কিচিহিরো নাকাজাওয়া, সিনিয়র ডিরেক্টর ফুউয়োকি সাগারা এবং পরিচালক তাকুরো কাকিউচি।
সফরকালে সংস্থাটির প্রেসিডেন্ট জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হসিনার সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, জাইকার প্রেসিডেন্টের এবারের বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে সরকার। বিশেষ করে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।