1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

রমজানে রাজধানীর শপিংমলগুলোতে নিরাপত্তা দেবে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১০২ Time View

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে রমজান মাস জুড়ে রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমলে নিরাপত্তা দেবে পুলিশ। এছাড়া ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে মাঠে থাকবে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশের বিশেষ টিম। আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় এ তথ্য জানান ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে রমজান ও ঈদে মোতায়েন থাকবে সাদা পোশাকে ও ইউনিফর্মে বিশেষ টিম। বিভিন্ন মার্কেট ও শপিংমলে পুলিশ নিরাপত্তা দেবে। পাশাপাশি মার্কেটের নিরাপত্তার জন্য মার্কেট মালিক সমিতিকে সিসিটিভি, আর্চওয়ে, এক্সেস কন্ট্রোল মেশিনসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

জনসাধারণের নিরাপত্তা প্রদানপূর্বক তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে ইফতার করতে পারে এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে সেলক্ষ্যে ডিএমপি কমিশনার বিভিন্ন দিকনির্দেশনাসহ নির্দেশ প্রদান করেছেন। এর মধ্যে রয়েছে মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যানজট নিরসন করা, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সকল যাত্রীদের উপর নজর রাখা্‌, সড়ক দূর্ঘটনা রোধে বাস মালিক সমিতির নেতাদের সাথে সমন্বয় করে ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করে গাড়ি টার্মিনাল থেকে বাহিরে বের করা প্রভৃতি।

রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা দুই সিটি কর্পোরেশন, ওয়াসাসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাকে নতুন করে কোন রাস্তা না খুঁড়তে ও পুরাতন খুঁড়া রাস্তা দ্রুত মেরামত করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে ফুটপাত ও বাড়ীর সামনের রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী যারা ফেলে রেখে চলাচলে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

রমজানে খাবারে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন- বাস টার্মিনাল হতে রাত্রিবেলায় সকল বাসের যাত্রীদের অবশ্যই ভিডিও করে রেখে বাস টার্মিনাল হতে বের করতে হবে। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া কোন ট্রাক/কাভার্ড ভ্যান থামিয়ে চেকিং করা যাবে না। নির্ধারিত স্থানে গাড়ি পার্কি করতে হবে। শপিং মলের সামনে আশেপাশে যানবাহন পার্কি করা যাবে না। কোন অবস্থাতে ফুটপাতে গাড়ি পার্কিং ও মোটরসাইকেল চালানো যাবে না। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী না উঠানোর জন্য বাস মালিক সমিতির প্রতিনিধিদেরকে আহবান জানান ডিএমপি কমিশনার।

উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ