1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১২৭ Time View

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড) পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের নয় মাসের মাথায় ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন নেপালের প্রবীণ এই রাজনীতিক। আজ বুধবার বিকেলে টেলিভিশনে সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় পদত্যাগের ঘোষণা দেন প্রচণ্ড। ৬২ বছর বয়সি প্রচণ্ড দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন।

নেপালি কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনের পর সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালের ৩ আগস্ট নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী হন প্রচণ্ড। এখন সেই জোটের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিয়ে সমঝোতা হওয়ায় পদত্যাগ করতে হলো তাকে।

নেপালের সিপিএন (মাউইস্ট সেন্টার) দলের চেয়ারম্যান প্রচণ্ড। জোট সরকারের অংশীদার নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার সঙ্গে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নিয়ে চুক্তি ছিল। চুক্তির শর্ত ছিল, নয় মাস পর প্রচণ্ড পদত্যাগ করে ক্ষমতা তুলে দেবেন দেউবার হাতে। শর্তানুযায়ী তা-ই করলেন তিনি।

২০১৮ সালে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত ভাগাভাগি করে দেশ চালানোর চুক্তি রয়েছে জোট সরকারের অংশীদারদের মধ্যে। প্রচণ্ডের সরকারের অধীনে দীর্ঘ ২০ বছর পর নেপালে স্থানীয় নির্বাচন হয়েছে। একে তার সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ