1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

ম্যানচেস্টারে হামলার দায় স্বীকার আইএস’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ১২৩ Time View

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন শিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। সংগঠনটির ওয়েবসাইট আমাক’ এর বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স এই তথ্য জানিয়েছে।
ম্যানচেস্টারে হামলার দায় স্বীকার আইএস’র
মার্কিন পপ শিল্পী আরিয়ানা গ্রান্ডের অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরপরই ম্যানচেস্টার এরিনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ জন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আহত হয়েছেন অন্তত ৫৯ জন।

ঘটনায় জড়িত সন্দেহে চার্লটন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ বছর বয়সী ওই যুবককে দক্ষিণ ম্যানচেস্টার থেকে আটক করা হয়।

এদিকে, বিস্ফোরণের পর এক টুইটার বার্তায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আরিয়ানা। এমন ঘটনায় হৃদয় তার ভেঙ্গে গেছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দু:খপ্রকাশ করা ছাড়া বলার মত কোনো ভাষা তার নেই।

প্রত্যক্ষদর্শী অ্যান্ডি হলি বলেন, তার স্ত্রী ও কন্যা ওই কনসার্টে গিয়েছিলেন। তাদের আনতে গিয়ে বাইরে অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আমি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ি। পরে বুঝতে পারি, ভয়ংকর কোনো ঘটনা ঘটেছে। সেখানে আগুন জ্বলছে। হতাহত রক্তাক্ত লোকজনের মধ্যে আমি স্ত্রী-কন্যাকে খুঁজতে থাকি। তাদের না পেয়ে পুলিশের কাছে যাই। শেষ পর্যন্ত স্ত্রী-কন্যাকে খুঁজে পেয়েছি। তারা ভালো আছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এই বিস্ফোরণের শিকার যারা হয়েছে এবং পুলিশ যেভাবে বলছে, তাতে এটা ভয়ংকর সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে। এই হামলার পর প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করেছেন।

হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন নিকি মিনাজ, টেইলর সুইফট, হ্যারি স্টাইলসসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ