প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মুবারক জিয়ারত করতে আজ সকালে রিয়াদ থেকে মদিনায় পৌঁছেছেন। এরপর প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালনার্থে মক্কা যাবেন। তিনি রাজকীয় সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে সকাল ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন।
মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সৌদি আরবের ডেপুটি প্রিন্স সউদ খালেদ আল ফয়সাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বিকেলে মহানবী (স.)-এর রওজা মোবারক জিয়ারত করে পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী গতকাল রবিবার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ২১ মে রিয়াদে পৌঁছান।