1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

ওবামার দেহরক্ষীদের যৌন কেলেঙ্কারি, অভিযুক্তরা বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২
  • ৯০ Time View

প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যদের যৌন কেলেঙ্কারিতে এখন আলোচনা সমালোচনার ঝড় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে। সম্প্রতি লাতিন রাষ্ট্র কলম্বিয়ার কার্তাজেনায় দায়িত্বপালনরত অবস্থায় সিক্রেট সার্ভিসের ১১ সদস্য জড়িয়ে পড়ে যৌন কেলেঙ্কারিতে।

ওরগানাইজেশন অব আমেরিকান স্টেট বা ওএএস আয়োজিত আমেরিকা সম্মেলনে অংশ নিতে বারাক ওবামা যান কলম্বিয়ার কার্তাজেনা নগরীতে। প্রেসিডেন্টে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিক্রেট সার্ভিসের রীতি অনুযায়ী কার্তাজেনায় আগেই মোতায়েন করা হয় সিক্রেট সার্ভিসের অগ্রগামী একটি দলকে।

কিন্তু প্রেসিডেন্টের কলম্বিয়া সফর কালেই ফাঁস হয়ে যায় কয়েকজন সিক্রেট সার্ভিস সদস্যের অপকর্ম। দায়িত্ব অবহেলা করে তার মেতে ওঠে অনৈতিক আনন্দ ফূর্তিতে।

সিক্রেট সার্ভিস সূত্রে জানা যায় কার্তাজেনায় মোতায়েন অগ্রবর্তী দলের অন্তর্ভূক্ত সিক্রেট সার্ভিস সদস্যদের মধ্যে কমপক্ষে ১১ জন পতিতাদের সঙ্গে সম্পর্ক রাখা সহ অন্যান্য কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে।  ইউএস সিক্রেট সার্ভিস নিজেই এই তথ্য জনসম্মুখে প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিজাত এই বাহিনীর  উপ-পরিচালক পল মরিসেই এ প্রসঙ্গে বলেন,‘অভিযুক্ত ১১ জনকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে ওয়াশিংটনে সিক্রেট সার্ভিসের হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।’

বারাক ওবামার কলম্বিয়া সফরের আগে শেষ ১২ দিনে এই ১১ জন অনৈতিক কর্মকা-ে লিপ্ত হয় বলে জানান মরিসেই। তবে তাদের মধ্যে কেউই সরাসরি বারাক ওবামার রক্ষায় নিয়োজিত ছিলো না বলে জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের পুলিশদের সংগঠন ‘আমেরিকান এসোসিয়েশন অব অফিসারস অফ দি ফেডারেল পুলিশ’ প্রধানের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে অভিযুক্ত সিক্রেট সার্ভিস সদস্যদের মধ্যে কমপক্ষে একজন কারতাজেনায় পতিতাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলো।

উপ-পরিচালক মরিসেই জানান,অভিযোগের প্রকৃতি এবং এ ধরণের আচরণের বিরুদ্ধে সিক্রেট সার্ভিসের শুন্য সহনশীলতা নীতির কারণে অভিযুক্ত ব্যক্তিদের সিক্রেট সার্ভিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বদলে এখন নতুন লোক দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

তবে এই কেলেঙ্কারি সিক্রেট সার্ভিসের সামর্থ্যকে কমাবে না বলে আশ্বস্ত করেছেন সিক্রেট সার্ভিসের উপপরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ