1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

মা হচ্ছেন ফারহানা মিলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ৯৮ Time View

‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি মা হতে যাচ্ছেন। সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক। এই সুসংবাদে ফারহানা মিলির পরিবারে বয়ে গেছে আনন্দের বন্যা।

চিকিৎসকের মুখ প্রথম সন্তানের মা হওয়ার অনুভূতির কথা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি বলেন, ‘আমি মা হতে যাচ্ছি। আমার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ এটি। ডাক্তারের মুখ থেকে আমি মা হচ্ছি জানার পর আমি তাকে অনুরোধ করেছিলাম, আমার প্রথম সন্তানের হার্টবিট শুনবো। আমার আবেগ বুঝতে পেরে ডাক্তার স্টেথিস্কোপ দিয়ে অনাগত সন্তানের হার্টবিট শোনান। সে সময়কার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার প্রথম সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে, সে জন্য আমি সবার কাছে দোয়া চাই।

সম্পূর্ণ পারিবারিক পছন্দে রাশিদুল ইসলাম শাওনের সঙ্গে ফারহানা মিলির বিয়ে হয় ২০১১ সালের ৩ জুন। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে মিলির কোলে প্রথম সন্তান আসবে। তার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন গাইনি স্পেশালিস্ট ডাক্তার মেজর লায়লা আর্জুমান্দ বানু।

চিকিৎসকের নির্দেশে ফারহানা আগামী চার মাস পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। স্বামী রাশিদুল ইসলাম শাওন অফিস শেষ করে বাকিটা সময় মিলির পাশেই থাকছেন। প্রথমবার বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি ভীষণ সতর্কতার সঙ্গে।

শুধু মিলি বা শাওনই নয়, তাদেও পুরো পরিবারই এখন নতুন অতিথি আসার সুসংবাদে উৎসব আনন্দে মুখরিত। ফারহানা মিলির বাবা-মা, শাশুড়ি আর ভাই-ভাবী সবাই এ মুহূর্তে ভীষণ আনন্দিত। বিশেষ করে মিলির নানা আকরাম আলী আহমেদ তার নাতনীর সন্তান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন ফারহানা মিলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ