1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

আইআরডি’র প্রস্তাবিত সমন্বিত আয়কর আইন মন্ত্রিসভায় অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬৩ Time View

মন্ত্রিপরিষদ সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রস্তাবিত আয়কর আইনের পূর্ববর্তী সকল আইন, সংশোধনী ও অধ্যাদেশ সমন্বয় করে নতুন আইন তৈরির নীতিগত অনুমোদন দিয়েছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরষিদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর বিধানাবলী ‘আয়কর আইন, ২০১৭’ হিসেবে সমন্বয় করার জন্য নতুন একটি খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
তিনি জানান, নতুন আইন আয়কর আইন ও নিয়মকে আরো সহজ ও কার্যকর করবে।
মন্ত্রিপরিষদ ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে নগরীর পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যানের প্রস্তাব করা হয়।
‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ আইনটি ‘রাজশাহী নগর উন্নয়ন অধ্যাদেশ কর্তৃপক্ষ ১৯৭৬’ -এর স্থলাভিষিক্ত হবে, যা ২০১০ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে সামরিক আইনের এই অধ্যাদেশ বেআইনী বলে ঘোষণা করা হয়।
নতুন এই আইনে খাল, বিল, হাওর, নদী, দিঘী ও বন্যাপ্লাবিত ভূমিসহ পানি রক্ষায় সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এসবের এলাকা নির্ধারণ করবে। নতুন এই আইন নগরীর সকল ভূমিকে রক্ষা করবে এবং মাস্টার প্ল্যান ভঙ্গ করতে পারবে না। এই আইন অমান্য করলে এ বছরের কারাদন্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তিও হতে পারে।
মন্ত্রিপরিষদ আজকের বৈঠকে ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আইন, ২০১৭’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই আইনে প্রচলিত আইনকে আরো সময়োপযোগী করা হয়েছে।
নতুন এই আইনে বিআরডিবি পরিচালনা পর্ষদে এলজিআরডি ও সমবায় মন্ত্রী চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব ভাইস-চেয়ারম্যান হিসেবে থাকবেন।
নতুন আইন অনুযায়ী প্রত্যেক বছরে ছয়বারের পরিবর্তে এখন থেকে প্রতি ছয়মাসে একবার করে বিআরডিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। এই আইনে সভায় কোরামের ব্যাপারেও শিথিলতা আনা হয়েছে। এখন থেকে সভায় পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে কোরাম হয়েছে বলে গণ্য হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও ওমানের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে উন্নয়ন বিষয়ক একটি খসড়া এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে স্বাক্ষরের জন্য দুটি খসড়াও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও জাতির প্রতি অভিনন্দন জানান। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের অন্যান্য নেতার অবদানের কথা স্মরণ করেন।
বৈঠকের পূর্বে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটি র‌্যাপ্লিকা হস্তান্তর করেন। আগামী ডিসেম্বরে বাংলাদেশ তার নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ