1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

হামলার জবাবে হামলা : উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৭৪ Time View

এই অঞ্চলে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে সাবধান করে উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, তারা পাল্টা পারমাণবিক হামলার জন্য প্রস্তুত।

আজ শনিবার উত্তর কোরিয়াতে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ দিনটি উত্তর কোরিয়াতে ‘সূর্যের দিন’ বলে পরিচিত।

দিনটিকে ঘিরে সামরিক শক্তি প্রদর্শনের ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে উত্তর কোরিয়া। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, আজ আরেকটি পারমাণবিক বোমা পরীক্ষার নির্দেশ দিতে পারেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা চো রিয়ং-হে বলেছেন, যুদ্ধে যেমন হামলা হবে আমার তেমন জবাব দেব। পারমাণবিক হামলা হলে আমারও আমাদের মতো করে পারমাণবিক হামলা চালিয়ে জবাব দিতে প্রস্তুত।

যেকোনো সময় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িতে জড়িয়ে যেতে পারে- চীনের এমন আশঙ্কার মধ্যেই প্রতিষ্ঠাতা নেতার জন্মদিনে প্যারেডে ব্যাপক ক্ষমতা প্রদর্শনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন দেশটি।

প্রথমবারের মতো এই প্যারেডে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইলও প্রদর্শন করছে উত্তর কোরিয়া।

আজকের এই দিনটিকে উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা প্রদর্শনের বিশেষ একটি সুযোগ বলে মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা রয়েছে। সম্প্রতি কোরীয় উপদ্বীপ মুখ করে রণতরীও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া যুদ্ধের শঙ্কা
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকাণ্ডে উত্তেজনার পারদ চড়তে থাকার মধ্যেই আরও বেশি সঙ্কটের শঙ্কা করছে চীন। দেশটি বলছে, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ শুরু হতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলছেন, আর তা যদি হয় তবে জয়ী হওয়ার মতো কেউ থাকবে না।

শঙ্কা জাপানেরও
উত্তর কোরিয়াকে নিয়ে নতুন শঙ্কায় রয়েছে জাপান। বৃহস্পতিবার জাপানের তরফ থেকে জানানো হয়েছে, বিষাক্ত সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর মতো ক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দাবি করছেন, উত্তর কোরিয়া যেকোনো দিন জাপানের উপর সারিন গ্যাস হামলা চালাতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ