1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

র‌্যাংকসটেল ফের বাজারে আসছে ডিসেম্বরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১
  • ২২৫ Time View

বন্ধ হয়ে যাওয়া বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানি (পিএসটিএন) র‌্যাংকসটেল ২০ মাস পর আবারো সচল হচ্ছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরের শুরুতেই তারা বাজারে আসছে। র‌্যাকসটেল সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশীয় বিনিয়োগের কথা চিন্তা করে পাঁচটি বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির লাইসেন্স পর্যায়ক্রমে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম পর্যায় গত ১৪ জুলাই লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয় র‌্যাকসটেলকে। এরপর ওয়ার্ল্ডটেলের লাইসেন্সও ফিরিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাদের কোনো কার্যক্রম শুরু হয়নি।

ভিওআইপির অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১০ সালের ১৫ থেকে ২৩ মার্চের মধ্যে ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল, র‌্যাকসটেল, পিপলসটেল ও ন্যাশনালফোন এই পাঁচ কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরে ওই বছরের মে মাসে বিটিআরসি কোম্পানিগুলোর লাইসেন্সও বাতিল করে।

র‌্যাকসটেল সূত্রে জানা গেছে, লাইসেন্স ফিরিয়ে দেওয়ার তিনদিন পর র‌্যাগসটেলের সিল কর‍া স্থাপনাসমূহ খুলে দেওয়া হয়। এর পরপরই কর্তৃপক্ষ আবারো কার্যক্রম শুরু করে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, তাদের মোট তিন লাখ গ্রাহক রয়েছে। এর মধ্যে সক্রিয় দেড় লাখ গ্রাহক। তারা তাদের কার্যক্রম শুরু করলে দেড় লাখ গ্রাহকের বড় একটি অংশ পুনরায় তাদের সঙ্গে যুক্ত হবে। র‌্যাংকসের একটি সূত্র জানায়, ফোন কোম্পানিটি বন্ধ হয়ে গেলে কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ চাকরিতে বহাল ছিল।

র‌্যাকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কালাম শামসুদ্দিন বাংলানিউজকে জানান, গত প্রায় এক বছরে যেসব গ্রাহকের ল্যান্ডফোন সেটের ব্যাটারি নষ্ট হয়েছে কিংবা অন্য কোনো যন্ত্রাংশ কাজ করছে না, তাদের সব ধরনের সেবা দেওয়া হবে।

বর্তমানে র‌্যাকসটেল কর্তৃপক্ষ ইন্টারকানেকশন কার্যক্রম চালুর ব্যাপারে কাজ করছে। এজন্য তারা বিটিসিএল, টেলিটক, সিটিসেল, এয়ারটেলের সঙ্গে যোগাযোগ করেছে। অচিরেই গ্রামীণফোন, বাংলালিংকসহ অন্যান্য অপারেটরদের সঙ্গে যোগাযোগ শুরু করবে।

র‌্যাকসটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কালাম শামসুদ্দিন বাংলানিউজকে বলেন, ‘দ্রুত আমরা প্রস্তুতি সম্পন্ন করছি। আশা করছি ডিসেম্বরের শুরুতেই বাজারে আসতে পারবো।’

বিটিআরসি সূত্রে জানা গেছে, জরিমানার পাশাপাশি বিটিআরসির বিরুদ্ধে পিএসটিএন কোম্পানিগুলোর করা সব মামলা তুলে নিতে হবে। আন্তঃসংযোগ ফির বকেয়া পরিশোধ করতে হবে, শর্তের বিষয়ে ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হওয়া এবং সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণও দাবি করা যাবে না। এসব শর্ত পূরণ করতে পারলে ঢাকাফোন, পিপলসটেল ও ন্যাশনালফোনকেও লাইসেন্স ফিরিয়ে দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও দেশীয় প্রতিষ্ঠানগুলোর এত বছরের বিনিয়োগ ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বিষয়টি বিবেচনায় এনে তাদের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সুপারিশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ