1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

মারাঠী তরুণীর ভূমিকায় রানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২
  • ১২৬ Time View

বলিউডের শীর্ষ অভিনেত্রীদের আইটেম গানে পারফর্ম করার ধারাবাহিকতায় এবার আইটেম গার্ল হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ইতিমধ্যে নতুন একটি ছবিতে রানীর আইটেম গানে পারফর্ম করার বিষয়টি পাকাপাকি হয়েছে। এ জন্য বর্তমানে জোর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

ছবিটির নাম ‘আইয়া’। ছবিটি পরিচালনা করছেন শচীন কুনদালকা। ছবিটির প্রধান নারী চরিত্রেও অভিনয় করছেন রানী। তবে ছবির এ আইটেম গানটি নিয়ে বেশ এক্সাইটেড তিনি। এর আগে বেশ কিছু গানে এককভাবে পারফর্ম করলেও পরিপূর্ণ আইটেম গানে পাওয়া যায়নি রানীকে। এবারই ব্যাপক খোলামেলা হয়ে আইটেম গানে অংশ নিচ্ছেন তিনি।

এই গানে রানীর যৌন আবেদন বেশ ভাল ভাবেই ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন পরিচালক শচীন। গানটি কোরিওগ্রাফি করবেন ভইরবি মার্চেন্ট। এই গানটিই হবে ছবিটি প্রচারণার সবচেয়ে বড় অস্ত্র। এমনটাই জানিয়েছেন পরিচালক। ছবিতে রানী একজন মারাঠী তরুণীর ভূমিকায় অভিনয় করছেন।

তবে তার জীবনে এক তরুণের আগমনে পুরোপুরি পরিবর্তন হয়ে যান রানী। এ ছবিতে রানীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পৃথ্বিরাজকে। এখন দেখার বিষয় হচ্ছে কাটরিনার শিলা ও চিকনি চামেলির মতো সুপারহিট আইটেম গানের পর এই গানে রানীর উপস্থাপনাটা দর্শকদের হৃদয়ে কতটুকু স্থান করে নিতে পারে।

তবে সেদিক থেকে বেশ আত্মবিশ্বাসী রানী। এ বিষয়ে তিনি বলেন, আমি খু্‌বই এঙাইটেড গানটি নিয়ে। কারণ গানটি ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে চিত্রায়িত হবে। শুনেছি বেশ খোলামেলাও হতে হবে। তাতে আমার আপত্তি নেই। তবে গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমি নিজের শতভাগ উজার করেই কাজ করবো এতে। গানটির শুটিংয়ের জন্য এখন প্রহর গুনছি। আশা করছি ভালভাবেই গানটি শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ